
নোলান গ্রুপ ১৯৭২ সালে প্রতিষ্ঠিা লাভ করে এবং বর্তমানে এটি ইতালিতে তার সমস্ত হেলমেট উৎপাদনকারী সেক্টরের একমাত্র কোম্পানি। ইউরোপ, আমেরিকার মতো সমস্ত বিশেষ অঞ্চল সহ বিশ্বব্যাপী ৭০ টিরও বেশি দেশে প্রতি বছর ৪,০০,০০০ হেলমেট রপ্তানি করা হয় । বাংলাদেশের বাজারে খুব সম্প্রতি তাদের হেলমেট এসেছে এবং সেগুলো পাওয়া যাচ্ছে। চলুন এক নজর দেখে নিই Nolan এর কোন কোন হেলমেটগুলো বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
Nolan N60-5 BOUNTY

দেখতে চমৎকার ফুল ফেস এই হেলমেটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। একজন রাইডারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সুন্দর এই হেলমেটটি বাজারে নিয়ে এসেছে। বাংলাদেশের বাজারে Nolan N60-5 BOUNTY এর দাম ১৫,০০০ টাকা মাত্র।
Nolan N60-5 Gemini Replica 88

Nolan এর আরেকটি সুন্দর হেলমেট হচ্ছে এই N60-5 Gemini Replica 88। যার আছে আকর্ষণীয় গ্রাফিক্স এবং সুন্দর কালার কম্বিনেশন। রাইডারের ব্যবহারের জন্য আছে আরামদায়ক প্যাডিং। বাজারে এই Nolan N60-5 Gemini Replica 88 টি পাওয়া যাবে মাত্র ১৩,৮৫১ টাকায়।
Nolan N60-5 SECUTOR

Nolan এর আরেকটি সুন্দর গ্রাফিক্স ও কালার কম্বিনেশনের হেলমেট হল Nolan N60-5 SECUTOR। এই হেলমেটে রাইডারের ব্যবহারের জন্য আছে আরামদায়ক প্যাডিং। বাংলাদেশের বাজারে এই Nolan N60-5 SECUTOR হেলমেট পাওয়া যাবে ১৫,০০০ টাকা।
Nolan N87 JOLT N

নীল এবং কালো রঙ এর সংমিশ্রণে তৈরি করা এই হেলমেটটি দেখতে অনেক সুন্দর। Nolan খুব সুন্দরভাবে এবং সকল নিরাপত্তা নিশ্চিত করে তাদের এই হেলমেটটি তৈরি করেছে। এর রয়েছে দুটি ভিন্ন রঙ- নীল ও কালো। বাংলাদেশের বাজারে তাদের এই Nolan N87 JOLT N হেলমেটটি পাওয়া যাচ্ছে ২২,০০০ টাকায়।
Nolan N87 MILES N

আকর্ষণীয় গ্রাফিক্সের এই হেলমেটটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। Nolan খুব সুন্দরভাবে এই হেলমেটের ডিজাইন ও গ্রাফিক্স দিয়েছে যার ফলে যে কেউ এই হেলমেটের প্রতি আকৃষ্ট হবে। Nolan N87 MILES N এর বর্তমান বাজারমুল্য ২২,০০০ টাকা।
Nolan N87 MILES N- COM 88

Nolan N87 MILES N এর মত ডিজাইন রেখে শুধুমাত্র কালার পরিবর্তন করে এই হেলমেটটি বাজারে নিয়ে আসা হয়েছে যার দাম এখন ২২,০০০ টাকা।
Nolan N87 P DISTINCTIVE N

ভালো মানের হেলমেট এর অনুভুতি পেতে হলে আপনাকে এই Nolan N87 P DISTINCTIVE N মডেলটি কিনতেই হবে কারণ Nolan খুব সুন্দরভাবে তাদের এই হেলমেটটি ডিজাইন করেছে এবং প্রয়োজনীয় ফিচারস যুক্ত করেছে। এর রয়েছে ৩টি ভিন্ন রঙ – ম্যাট কালো ও হলুদ, ম্যাট কালো ও কমলা, ম্যাট কালো ও হলুদ। বাংলাদেশের বাজারে Nolan N87 P DISTINCTIVE N এর দাম ২৩,০০০ টাকা।
Nolan N87 P OVERLAND N 31

কালো ও লাল রঙয়ের সংমিশ্রণে Nolan খুব ভাল মানের একটি হেলমেট তাদের বহরে যুক্ত করেছে। বাজারে এই হেলমেটের আছে ৩টি ভিন্ন রঙ – ম্যাট গ্রে ও নীল, ম্যাট গ্রে ও গোলাপী , ম্যাট গ্রে ও হলুদ। এই আকর্ষণীয় হেলমেটটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে মাত্র ২৪,০০০ টাকায়।
Nolan N87 SHOCKWAVE

ফুল ফেস ধরনের এই হেলমেটটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি এখানে রাইডারের দরকারি সকল ফিচারস যুক্ত করা আছে। বাংলাদেশের বাজারে এই হেলমেটের দাম ২৩,০০০ টাকা।
এই ছিলো বাংলাদেশের বাজারে বিদ্যমান Nolan এর হেলমেটসমূহ। আশা করি যারা আপনার পছন্দের Nolan হেলমেট খুঁজছেন তারা খুব সহজেই পেয়ে যাবেন।
Total view: 1960