MT বিশ্বের সুপরিচিত একটি হেলমেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তাদের সদরদপ্তর স্পেনে অবস্থিত, তারা দীর্ঘ সময় ধরে হেলমেট ইন্ডাস্টিতে তাদের অবস্থান ধরে রেখেছে তাদের হেলমেটের মান ও সহজলভ্য দামের কারনে বাংলাদেশ সহ বিশ্বে তাদের ব্যপক চাহিদা, সর্বপ্রথম তারা বাংলাদেশে অফিসিয়ালি সার্টিফাইড হেলমেট নিয়ে আসেন এবং তাদের অফিসিয়াল ইম্পোটার রয়েছে Raida Trade International যেখানে তাদের অরিজিনাল হেলমেট পাওয়া যায়। MT তাদের নতুন মডেল MT Thunder-4 SV 2022বাংলাদেশে নিয়ে এসেছেন, ৪ টি কালার এবং গ্রাফিক্স পাওয়া যাবে এছাড়া ECE& DOT certification রয়েছে। তারা আপনাদের জন্য বেশ কিছু ডিস্কাউন্ট ও সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন।
• প্রি-বুকিং এর ক্ষেত্রে অফার প্রাইজ রয়েছে।
• প্রি-বুক করলে ৫০০ টাকা ডিস্কাউন্ট ও একটি আকর্ষণীয় টি-শার্ট।
• EMI এর সুবিধা রয়েছে ৬ মাস পর্যন্ত।
• MT Thunder-4 SV এর রেগুলার প্রাইজ ১৪৫০০ টাকা।
• প্রি-বুক এর ক্ষেত্রে অফার প্রাইজ ১৪০০০ টাকা।
• প্রি-বুক ১০০০ টাকা থেকে শুরু ( শর্ত প্রযোজ্য)।
লুমাযাহ কারা? (সুরা হুমাযাহ): কর্মক্ষেত্রে বা পারিবারিক বা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না।আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই। আমি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড! যা মনে আসে তাই বলি।" সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত! সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন! ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয়। আল্লহ্ এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন সূরা হুমাজাহ তে। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন। আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন। হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে। আল্লাহ তৌফিক দান করুন।
প্রি-বুক ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত, আনুমানিক ডেলিভারির সময় নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ২০২২। কোনো প্রকার তথ্যের জন্যে যোগাযোগ করুন ০১৮৩৩৩৭১৮৪০ (MT Helmets Bangladesh) ।
Total view: 972