
রাজশাহীতে এই প্রথম হেলমেট ওয়াশ এবং সার্ভিসিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে যা বাইকার ভাইদের জন্যে অনেক খুশির একটা খবর, সাম্প্রতিক সময়ের ভালমানের বাইকের পাশাপাশি ভালমানের মোটরসাইকেল এক্সেসরিজের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে আর এই বিষয়টাকে সামনে রেখে মোটরসাইকেল ব্যবসার সাথে সম্পৃক্ত সবাই ভালমানের মোটরসাইকেল এক্সেসরিজ বাইকারদের কাছে পৌছে দেওয়ার এবং যথাযোগ্য সার্ভিস প্রদানে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজশাহীর স্বনামধন্য মোটরসাইকেল বিক্রেতা প্রতিষ্ঠান সাকুরা মটরস আয়োজন করেছে “হেলমেট সার্ভিস এবং ওয়াশ ক্যাম্পেইন”।
তারিখ: ২২ অক্টোবর, ২০২১। শুক্রবার। বিকেল ৩ টা।
স্থান: সাকুরা মটরস, রানি বাজার, রাজশাহী।
রেজিস্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/aRmGLWARD2bvafnSA
যে কোনো প্রয়োজনে কল করুন: 01894877977
রেজিষ্ট্রেশন করলে যা যা পাচ্ছেন:
১। বিনামূল্যে যে কোনো হেলমেট সার্ভিস ও ওয়াশ
২। লটারির মাধ্যমে ফ্রি হেলমেট ও এক্সেসরিজ
৩। ১০% ডিসকাউন্ট (শুধুমাত্র শপে এসে নিলে। ১ দিনের জন্য। অনলাইনে ডিসকাউন্ট প্রযোজ্য নয়)
শর্তাবলী
ক. ফরম পূরণ করতে হবে সম্পূর্নরুপে। ফরম পূরণ করলেই বাকি সুবিধাসমূহ আপনি উপভোগ করতে পারবেন।
খ. যে কোনো হেলমেট এই সার্ভিস ও ওয়াশ ক্যাম্পেইনে নিয়ে আসতে পারবেন।
গ. উত্তর সঠিক হলে লটারির মাধ্যমে ৩ জনকে পুরস্কার দেওয়া হবে। (১ম পুরস্কার: এমটি হেলমেট। ২য় পুরস্কার: রেইনকোট। ৩য় পুরস্কার: হ্যান্ড গ্লাভস)
ঘ. লটারিতে কারো নাম উঠলে পুরস্কার গ্রহণ করার জন্য ব্যক্তিকে ইভেন্ট টাইমে উপস্থিত থাকতে হবে। নতুবা উপস্থিত অবশিষ্ট ব্যক্তিদের মধ্যে আবার লটারি করে পুরস্কার দেওয়া হবে।
ঙ. সুবিধাগুলো শুধুমাত্র ২২ অক্টোবর এর জন্য প্রযোজ্য হবে।
চ. কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন এর অধিকার রাখে।
Total view: 726