
AXOR ব্র্যান্ড ২০১৫ সালে শিল্পের বিশেষজ্ঞদের সহযোগিতায় ও আন্তর্জাতিক ডিজাইনার দ্বারা তাদের যাত্রা শুরু করে। AXOR হেলমেটগুলি ইতালিতে ডিজাইন এবং এর ধারনা নেওয়া হয় । তাদের হেলমেটগুলো তৈরি করা হয়েছিল প্রিমিয়াম বাইকিং সেগমেন্টকে ভালো মানের পণ্যগুলির চাহিদা পূরণ করার জন্য। আমদের দেশের বাজারে তারা তাদের বেশ কিছু ভালো মানের হেলমেট নিয়ে এসেছে এবং সেগুলো পাওয়া যাচ্ছে। চলুন আজকে দেখে নেই AXOR হেলমেটগুলোর বাংলাদেশের দাম।
AXOR APEX RACER D/V

AXOR এর একটি চমৎকার হেলমেট হল এই AXOR APEX RACER D/V। ডিজাইন ও গ্রাফিক্সের দিক থেকে এই হেলমেটটি বেশ আকর্ষণীয়। এদিকে এর রয়েছে দুটি ভিন্ন রঙয়ের ভ্যারিয়েন্ট ( ক্লিয়ার ও স্মোক)। বাংলাদেশের বাজারে তাদের এই হেলমেট পাওয়া যাবে ৫,৫০০ টাকায়।
AXOR APEX RACER D/V হেলমেট সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।
AXOR APEX SHARKCO

APEX SHARKCO হেলমেটের ডিজাইনটা অনেক গ্রাহককে আকর্ষণ করার মত। বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে এই হেলমেটের প্রতিটা বিষয় অনেক ভালো এবং এর সাথে রাইডারের নিরাপত্তার জন্য আছে ECE R-22.05(Europe) DOT FMVSS NO. 218(US) সার্টিফিকেশন। AXOR APEX SHARKCO এর দাম ৫,১০০ টাকা।
AXOR APEX SHARKCO হেলমেট সম্পর্কে আরও জানতে ক্লিক করুন
AXOR APEX VENOMOUS

আকর্ষণীয় দামে আকর্ষণীয় একটি হেলমেট হল এই AXOR APEX VENOMOUS। দূর থেকে দেখলে যে কেউ চমকে যাবে। AXOR তাদের এই হেলমেটের দাম দাম নির্ধারন করেছে ৫,১০০ টাকা। এদিকে ECE R-22.05(Europe) DOT FMVSS NO. 218(US) সার্টিফিকেশন এই বাজেটে তো আছেই।
AXOR APEX VENOMOUS হেলমেট সম্পর্কে আরও জানতে ক্লিক করুন
AXOR RAGE CARBON WARFARE

এটি হল আরেকটি চমৎকার হেলমেট যা বাংলাদেশের বাইকপ্রমিদের জন্য AXOR এর পক্ষ থেকে বাজারে নিয়ে আসা হয়েছে। এই হেলমেটের আছে সুন্দর কালার কম্বিনেশন ও গ্রাফিক্স। এদিকে রাইডারদের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে ECE R-22.05(Europe) DOT FMVSS NO. 218(US) সার্টিফিকেশন। AXOR RAGE CARBON WARFARE এর দাম ৯,০০০ টাকা।
AXOR RAGE CARBON WARFARE হেলমেট সম্পর্কে আরও জানতে ক্লিক করুন
AXOR RAGE PYTHON

কম বাজেটে ভালো মানের একটি হেলমেট হল এই AXOR RAGE PYTHON। কারণ এই হেলমেটের সাথে আছে চমৎকার গ্রাফিক্স ও কালার কম্বিনেশন। এদিকে এই কম বাজেটের মধ্যেই আছে ECE R-22.05(Europe) DOT FMVSS NO. 218(US) এবং ISI সার্টিফিকেশন। আকর্ষণীয় এই হেলমেট পাওয়া যাবে মাত্র ৩,৫০০ টাকায়।
AXOR RAGE PYTHON হেলমেট সম্পর্কে আরও জানতে ক্লিক করুন
AXOR RAGE RTR

কম বাজেটে আরেকটি ভালো মানের একটি হেলমেট হল এই AXOR RAGE RTR। এই হেলমেটের সাথে আছে চমৎকার গ্রাফিক্স ও কালার কম্বিনেশন। রাইডারদের সুরক্ষারজন্য এই কম বাজেটের মধ্যেই আছে ECE R-22.05(Europe) DOT FMVSS NO. 218(US) এবং ISI সার্টিফিকেশন। এই হেলমেট পাওয়া যাবে মাত্র ৪,০০০ টাকায়।
AXOR RAGE RTR হেলমেট সম্পর্কে আরও জানতে ক্লিক করুন
AXOR STREET

সম্পূর্ণ কালো রঙয়ের এই হেলমেটটি যে কোন রাইডারকে খুব ভালোভাবে আকৃষ্ট করতে সক্ষম হবে। AXOR STREET এর রয়েছে ECE R-22.05(Europe) DOT FMVSS NO. 218(US) এবং ISI সার্টিফিকেশন। AXOR STREET এর দাম ৫,৫০০ টাকা।
AXOR STREET হেলমেট সম্পর্কে আরও জানতে ক্লিক করুন
AXOR STREET FREEDOM

AXOR খুব কম দামে তাদের এই হেলমেটটি বাজারে নিয়ে এসেছে এবং দেখতে অনেক আকর্ষণীয় করেছে। বাজারে অন্যান্য সব হেলমেটকে এই বাজেটে খুব ভালোভাবে টেক্কা দিতে পারবে এই AXOR STREET FREEDOM। এর সাথে আছে ECE R-22.05(Europe) DOT FMVSS NO. 218(US) এবং ISI সার্টিফিকেশন। AXOR STREET FREEDOM এর দাম ৫,৫০০ টাকা।
AXOR STREET FREEDOM হেলমেট সম্পর্কে আরও জানতে ক্লিক করুন
AXOR STREET OKAMI

লাল ও কালো রঙয়ের সংমিশ্রণে এই হেলমেটের রয়েছে খুব সুন্দর গ্রাফিক্স। এদিকে রাইডার এর রাইড আরও নিরাপদ করতে ব্যবহার করা হয়েছে ECE R-22.05(Europe) DOT FMVSS NO. 218(US) এবং ISI সার্টিফিকেশন। AXOR STREET OKAMI এর দাম ৫,৫০০ টাকা।
AXOR STREET OKAMI হেলমেট সম্পর্কে আরও জানতে ক্লিক করুন
AXOR Street Racing Duck Helmet

Duck এর ধারণা নিয়ে বাজারে AXOR তাদের বহর খুব সুন্দর একটি হেলমেট নিয়ে এসেছে যার নাম AXOR Street Racing Duck Helmet। এই হেলমেটের আছে সুন্দর কালার কম্বিনেশন ও গ্রাফিক্স। বাংলাদেশের বাজারে তাদের এই হেলমেটের দাম ৫,৫০০ টাকা।
AXOR Street Racing Duck Helmet হেলমেট সম্পর্কে আরও জানতে ক্লিক করুন
আমরা উপরিউক্ত হেলমেটের তালিকা থেকে দেখলাম যে AXOR এর ৩,৫০০ থেকে শুরু করে ৯,০০০ টাকা পর্যন্ত হেলমেট রয়েছে যেগুলো বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। আপনি চাইলে এই বাজেটের মধ্যে আপনার পছন্দের AXOR এর হেলমেট কিনতে পারেন।
Total view: 2310