একটি টায়ারে কী কী গুরুত্বপুর্ন তথ্য দেওয়া থাকে ?

2023-01-17

একটি টায়ারে কী কী গুরুত্বপুর্ন তথ্য দেওয়া থাকে ?


একটি টায়ারে কী কী গুরুত্বপুর্ন তথ্য দেওয়া থাকে-1673954379.jpg

টায়ার একটি যানবাহনের ক্ষেত্রে খুবই গুরুত্ব বহন করে কারণ এটি ছাড়া যানবাহন চলাচল অসম্ভব। এই টায়ারের মধ্যে আবার অনেক ভ্যারিয়েন্ট , কোয়ালিটি , সাইজ ইত্যাদি রয়েছে এবং একেক যানবাহনের জন্য একেক রকমের গুরুত্ব বহন করে। মোটরসাইকেলের অনেক ধরনের টায়ার রয়েছে এবং এই টায়ারের বডিতে অনেক গুরুত্বপুর্ন তথ্য দেওয়া থাকে যা একজন গ্রাহকের জানা আবশ্যক। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করবো একটি টায়ারের বডিতে কী কী গুরুত্বপুর্ন তথ্য দেওয়া থাকে।

চলুন MRF MOGRIP METEOR-M 80/100-18 MC 54P এই টায়ার কে নিয়েই আলোচনা করা যাক। প্রথমে MRF হচ্ছে কোম্পানী বা ব্রান্ডের নাম, তারপরে MOGRIP METEOR-M হচ্ছে এই টায়ারের মডেল/ সিরিজের নাম , এরপরে 80 হচ্ছে টায়ারটির চওড়া কতটুকু সেটিকে বোঝায়, 100 হচ্ছে টায়ারের উচ্চতা প্রস্থের শতাংশ হিসাবে ধরা হয় এবং 18 হচ্ছে রিমের সাইজ অর্থাৎ আপনি কত সাইজের রিমে এই টায়ারটি ব্যবহার করতে পারবেন। 54 দ্বারা বুঝানো হয়ে থাকে সেই টায়ারের ম্যাক্স লোড ইনডেক্স এবং P দ্বারা বুঝানো হয়েছে থাকে স্পীডের প্রতীক অর্থাৎ টায়ারটি কত গতি পর্যন্ত চালানো সক্ষম।

এছাড়াও টায়ারের বডিতে আরও থাকে কতটা সাইড ওয়াল, কতটা থ্রেড ব্যবহার করা হয়েছে , টায়ারটি আপনি সামনের রিমে না পেছনের রিমে ব্যবহার করতে পারবেন সেগুলো স্পষ্ট আকারে তুলে ধরা হয়। এদিকে টায়ারটি সনদপত্র সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্যাদি টায়ারের বডিতেই উল্লেখ করা হয়।
এখন থেকে যদি আপনি নতুন কোন টায়ার কিনেন তাহলে আশা করি টায়ারটি চিনতে আপনার আর কোম সমস্যা হবে না এবং আপনি আপনার বাইকের জন্য বেষ্ট টায়ারটিই বেছে নিতে পারবেন।
Rate This Tips

Is this tips helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Tyre Tips

টায়ারের ক্ষয় রোধে করনীয়
2025-01-14

বাইকের spare parts এর মধ্যে টায়ার তুলনামূলক ভাবে বেশি ব্যয়বহুল এবং একটি টায়ার দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে বেশ কিছু বিষ...

Bangla English
বাইকের টায়ার ব্যবহারের টিপস
2024-12-26

একটি বাইকের ব্রেকিং এবং ভালো ব্যালেন্স এর জন্য টায়ার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং একটু খেয়াল করলে দেখত...

Bangla English
টায়ারের কারনে কি বাইকের মাইলেজ কমে?
2023-03-29

বর্তমান সময়ে অনেকের মাঝেই একটি প্রশ্ন চলে আসে বাইকের টায়ার ভারি হলে অথবা সাইজ একটু পরিবর্তন করে মোটা চাকা লাগাল...

Bangla English
বায়াস এবং রডিয়াল টায়ারের মাঝে পার্থক্যঃ
2023-02-09

দুই ধরনের টায়ার আমরা দেখে থাকিঃ রেডিয়াল এবং বায়াস। অনেকের মাঝেই চিন্তা আসে শুধু কি আউটলুক এবং কম্পাউন্ডেই প...

Bangla English
MRF Revz সিরিজ- Revz M, Revz Y, Revz S এবং Revz MG এর মধ্যে পার্থক্যঃ
2023-01-31

বর্তমান সময়ে আমরা অনেকেই রেডিয়াল তায়ার খুজি। অনেকেই জানি এই টায়ারগুলোর সুবিধা কি কি। বাজারে অনেক ব্রান্ড এই রে...

Bangla English