বাইকের টায়ার ব্যবহারের টিপস
একটি বাইকের ব্রেকিং এবং ভালো ব্যালেন্স এর জন্য টায়ার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং একটু খেয়াল করলে দেখতে পারবেন যে সকল বাইকের ব্রেকিং এবং ব্যালেন্স ভালো এসব বাইকের টায়ার বেশ wide এবং Fat টায়ার দেয়া হয়। তবে আপনি যদি বাইকের টায়ার ব্যবহারের ক্ষেত্রে অল্প কিছু টিপস ফলো করেন তাহলে বাইক থেকে আরও ভালো পারফর্মেন্স পাবেন ব্রেকিং এবং ব্যালেন্স এর দিক থেকে।
প্রতিটি বাইকের টায়ারে এর নির্দিষ্ট কিছু তথ্য উল্লেখ করা থাকে, এবং এই তথ্য বেশ গুরুত্বপূর্ণ, যেমনঃ টায়ার সাইজ, এয়ার প্রেশার, এর প্রস্তুত এর তারিখ এবং এর মেয়াদ সহ আরোও অনেক কিছু।
আপনার বাইক এর টায়ার থেকে ভালো পারফর্মেন্স পেতে নিম্ন লিখিত টিপস ফলো করতে পারেন।
টায়ার প্রেশার সব সময় ঠিক রাখা, বাইকের টায়ার প্রেশার এর Swing Arm এ লেখা থাকে, অথবা টায়ারে লেখা থাকে, এই এয়ার প্রেশার ঠিক রাখলে বাইক থেকে ভালো মাইলেজ, প্রপার ব্রেকিং এবং ব্যালেন্স পাবেন।
একটি টায়ারের মেয়াদ সাধারণত ৪-৫ বছরের মতো থাকে, এর পরে টায়ারের গ্রিপ কমতে থাকে এবং টায়ারে ফাটল দেখা দেয়, বাইকের ব্রেকিং এবং ব্যালেন্স ভালো রাখতে সময়মত টায়ার পরিবর্তন করুন।
কোম্পানি বাইকের জন্য যেই সাইজের টায়ার নির্ধারণ করেছে, অবশ্যই সেই টায়ার এর সাইজ ঠিক রাখবেন, কারন এর চেয়ে চিকন টায়ার ব্যবহার করলে বাইকের ব্যালেন্স এবং ব্রেকিং আগের তুলনায় কম পাবেন, আর যদি নির্ধারিত সাইজের চেয়ে বড় সাইজের টায়ার ব্যবহার করেন তবে আপনার বাইকের স্পীড এবং মাইলেজ কমে যাবে, তাই কোম্পানি নির্ধারিত টায়ার সাইজ ব্যবহার করা সবদিক দিয়ে ভালো।
টায়ারে পেরেক বা কাটা ধুকে গেলে টায়ার থেকে এয়ার প্রেশার কমে যাবে, তাই আপনি যদি লং ট্যুর করে থাকেন তবে আপনার বাইকের টায়ারে জেল ব্যবহার করতে পারেন, এতে করে সাময়িক সময়ের জন্য পেরেক বা কাটা ধুঁকলে আপনার বাইকের এয়ার প্রেশার কমে যাবে না।
নতুন অবস্থায় টায়ারের গ্রিপ সাধারণত অনেক ভালো হয়ে থাকে তবে সময়ের সাথে সাথে টায়ারের গ্রিপ কমে এবং ব্রেকিং এবং ব্যালেন্স ও কমে আসে, তাই টায়ার নতুন হোক বা পুরোনো চেষ্টা করবেন বালু, কাদা, কিংবা মাটির রাস্তায় বাইক খুব হার্ড ব্রেক না করতে, এবং বিশেষ করে শীতকালে কুয়াশার মধ্যে বং মাটির রাস্তায় বাইক কম স্পীড এবং ব্রেকিং এর ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে।
সুপরিচিত ব্র্যান্ডের টায়ার ছাড়া যাচাই বাছাই না করে যেকোনো ব্র্যান্ডের টায়ার ব্যবহার করবেন না, কোম্পানি নির্ধারিত ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা সবচেয়ে উত্তম তবে যদি ব্র্যান্ড পরিবর্তন করতেই হয় চেষ্টা করবেন একটি ভালো এবং সুপরিচিত ব্র্যান্ডের টায়ার ব্যবহার করতে, এবং অবশ্যই ওই ব্র্যান্ডের ডিলার পয়েন্ট ব্যাতিত অন্য কোথাও থেকে টায়ার না কিনার চেষ্টা করবেন, এতে করে আপনার ভালো পন্য পাওয়ার নিশ্চয়টা থাকে।
এই ছিলো টায়ার ব্যবহারের ক্ষেত্রে কিছু টিপস, যেহেতু একটি টায়ার আমরা অনেকদিন ব্যবহার করে থাকি তাই এর সম্পর্কে সঠিক ধারনা আমাদের অনেকের নেই, তবে আপনি যদি উল্লেখিত নিয়ম মেনে চলেন তবে আসা করি কোন প্রকার সমস্যার সম্মুখীন হবেন না।