X Lite X803 RS UC GOLDEN EDITION হেলমেট ফিচার রিভিউ

English Version
calender 2023-08-19

X Lite X803 RS UC GOLDEN EDITION হেলমেট ফিচার রিভিউ

helmate-1692444766.jpg

আপনি যদি একটি হেলমেট কেনার কথা ভেবে থাকেন, তবে আপনার জন্য X-lite একটি ভালো অপশন হতে পারে, কারন এটি একটি জনপ্রিয় হেলমেট ব্র্যান্ড ও প্রিমিয়াম ব্র্যান্ড, এছাড়া তাদের হেলমেট এর কোয়ালিটি এবং সেইফটি এই দিক থেকে বেশ ভালো, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি X Lite X803 RS UC GOLDEN EDITION হেলমেট এর ফিচার রিভিউ নিয়ে।
X Lite X803 RS UC GOLDEN EDITION এই হেলমেটটি X-lite এর অন্যতম প্রিমিয়াম এবং সেরা হেলমেট এর মধ্যে একটি, এবং এটি বেশ কিছু useful ফিচার অফার করে, তার মধ্যে অন্যতম হচ্চেঃ-

• আল্ট্রা কার্বন শেলঃ X-lite তাদের এই হেলমেট এ ব্যবহার করেছে আল্ট্রা কার্বন শেল যা একটি প্রিমিয়াম material এবং এটি ব্যবহারের কারনে হেলমেট ব্যবহারে আরামদায়ক এবং এর ওজন অনেক হালকা হয়ে থাকে, এই হেলমেট এর ওজন আনুমানিক (১২০০+- ৫০g).

• আরামদায়ক প্যাডিংঃ তাদের এই হেলমেটে তারা ব্যবহার করেছে ভালো মানের প্যাডিং যা আরামদায়ক এবং পরবর্তীতে চাইলে ওয়াশ করা যাবে, এই হেলমেটের প্রিমিয়াম প্যাডিং দীর্ঘদিন ব্যবহার করা যায়।

• আন্টি-স্ক্যাচ ও পিনলক ভাইসরঃ এটি একটি প্রয়োজনীয় ফিচার, কারন বেশ কিছু আবহাওয়ায় বাইক রাইডে সমস্যা হয়, যেমন; শীতকালে এবং বর্ষাকালে, এই সকল আবহাওয়ায় পিনলক ভাইসর বেশ উপকারে আসে, কারন এতে করে স্পষ্ট দেখা যায়।

• প্রিমিয়াম লকঃ হেলমেট এর ক্ষেত্রে লক খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারন এক্সিডেন্টের সময় লক লুজ এবং ভালো মানের না হয়ে থাকলে হেলমেট খুলে গুরুত্বর আহত হওয়ার সম্ভবনা থাকে, X803 RS UC GOLDEN EDITION এই হেলমেটে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম ও ভালো মানের লক যার কারনে এক্সিডেন্টের সময় হেলমেট খুলে আসার সম্ভবনা থাকে না।

• উন্নতমানের ভেন্টিলেশন সিস্টেমঃ গরম আবহাওয়ার দেশে বাইক রাইডের ক্ষেত্রে হেলমেটের ভেন্টিলেশন খুবই গুরুত্বপূর্ণ, কারন ভেন্টিলেশন ভালো না হলে মাথা ঘেমে যাওয়ার সম্ভবনা থাকে, এবং মাথা অতিরিক্ত ঘেমে চুলের ও মাথার ত্বকের সমস্যা দেখা দিতে পারে, এই জন্য এই হেলমেটে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ভেন্টিলেশন সিস্টেম, upper vent, top head vent, এবং chin vent, এছাড়া ও এর কারনে comfortable রাইড করা যায়।

• স্পইলারঃ Aerodynamic spoiler হেলমেটকে হাই স্পিডে বাতাস পাস করতে সহায়তা করে, এবং প্রিমিয়াম লুক দেয়।

• কালার কোয়ালিটিঃ X803 RS UC GOLDEN EDITION এই হেলমেট এর কালার এবং গ্রাফিক্স এই বাজেটের অন্যান্য হেলমেট এর চেয়ে ভালো মানের, যা এই হেলমেটকে বেশ ভালো লুক দেয়, কার্বন ব্লাক এর কারনে হেলমেট প্রিমিয়াম ফিল দিয়ে থাকে।

X Lite X803 RS UC GOLDEN EDITION হেলমেট এর বর্তমান বাজার মূল্য ৫১৫০০ টাকা, এবং এর সকল ফিচারস এর জন্য একে প্রিমিয়াম হেলমেট বলা যায়।

More Reviews On Xlite X-803 RS 031

helmate-1692444933.jpg
X Lite X803 RS UC GOLDEN EDITION হেলমেট ফিচার রিভিউ
2023-08-19

আপনি যদি একটি হেলমেট কেনার কথা ভেবে থাকেন, তবে আপনার জন্য X-lite একটি ভালো অপশন হতে পারে, কারন এটি একটি জনপ্রিয় হেলমেট...

Bangla English

Related E helmet


No helmet found