SMK Stellar Grafitti হেলমেট ব্যবহারকারীর অভিজ্ঞতা তানভির ইমতিয়াজ সিয়ান

English Version
calender 2021-11-18

SMK Stellar Grafitti হেলমেট ব্যবহারকারীর অভিজ্ঞতা তানভির ইমতিয়াজ সিয়ান

Review Disclaimer Bn

SMK-Steller-Helmet-user-revie- by-Tanvir-Imtiaz-Sian-1637228038.jpg
আমি তানভীর ইমতিয়াজ সিয়ান আমি বিগত ৯ মাস থেকে SMK Stellar সিরিজের একটি হেলমেট ব্যাবহার করছি। বর্তমান সময়ে সার্টিফাইড হেলমেট বেশ পরিচিত হয়ে উঠেছে, আর আমি একজন বাইক লাভার,হেলমেট লাভার আমার আরও বিভিন্ন ব্রান্ডের হেলমেট রয়েছে।রেগুলার রাফ ব্যবহারের জন্য সেফটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর এজন্যই রাজশাহীর মটোভ্যালী আমাদের সবার পরিচিত হামিম ভাইয়ার কাছ থেকে ৪০০০ টাকা দিয়ে সার্টিফাইড হেলমেট কেনা।আমি মনে করি এইদামে ভালো একটি হেলমেট। অনেক ইতিহাস বলে ফেললাম এবার হেলমেটের পারফর্মেন্স নিয়ে কিছু বলি।
SMK Stellar এর কিছু ভাল দিক
• হেলমেটটি ECE সার্টিফাইড
• ওজনে মোটামুটি হালকা ( আর একটু হালকা হলে ভালো হত)
• সাইড ভিশন বেশ ভাল
• স্ক্রাচ ফ্রি ভাইজর
• পিনলক ভাইজর
• পিনলক ৩০ হেলমেটের সাথে ফ্রি
• খুব ভাল ভেন্টিলেশন সিস্টেম
• গ্রাফিক্স খুব আকর্ষনীয়
• নরম এবং আরামদায়ক লাইনার (প্যাডিং)
• সাশ্রয়ী দাম

খারাপ দিক
• ওজনে মোটামুটি একটু বেশি মনে হয়ছে
• এই কারনে লং রাইডে হাল্কা একটু ঘার ব্যাথা অনুভব হয় সমস্যা হয়না তেমন।

ভেতরের লাইনারগুলো খুলে ভালভাবে পরিস্কার করা যায় এবং আমি করেছি বেশ কয়েকবার। সেই সাথে বেশ নরম এবং এন্টি এলারজিটিক, যার ফলে তেমন কোন স্কিন প্রবলেম আমার হয়নি। ভাইজরটি ভাল ঠিক বলবো না, হাত থেকে পরে যাবার পরে হাল্কা স্ক্রাচ পড়েছে এবং বেশ পরিস্কার ভিশন দেয় এমনকি সাইডের ভিউ পেতে আপনাকে বেশি কষ্ট করতে হবে না। অনেক সার্টিফাইড হেলমেটে আমি এই কমপ্লেইন পেয়েছি যে, অনেকটা মাথা ঘুরিয়ে দেখার দরকার হয়ে থাকে, তবে এই হেলমেটে তেমনটা করতে হয়ন।
অনেকটা সময় হেলমেট পরে রাইড করতে পারার আরেকটা কারন হচ্ছে এই হেলমেটের ভেন্টিলেশন সিস্টেম। ভেতরে ঘাম বা গরম পরিবেশ অনেক দেরিতে তৈরী হয় যা আমার কাছে বেশ ভাল লাগে। পেছনে ডুয়াল স্পইলার থাকায় গরম বাতাস ভেতরে বেশি সময় থাকে না।
হেলমেটটি আমার কাছে বেশ কয়েকবার পড়েছে এবং হালকা টুকটাক ক্ষতি হয়েছে । হেলমেটের স্ট্রাইপগুলো খুব সহজেই খুলে যায় এবং তেমন কষ্ট করতে হয়না লাগানোর সময়।

More Reviews On SMK Stellar Grafitti

SMK-Steller-Helmet-user-revie- by-Tanvir-Imtiaz-Sian-1637228072.jpg
SMK Stellar Grafitti হেলমেট ব্যবহারকারীর অভিজ্ঞতা তানভির ইমতিয়াজ সিয়ান
2021-11-18

আমি তানভীর ইমতিয়াজ সিয়ান আমি বিগত ৯ মাস থেকে SMK Stellar সিরিজের একটি হেলমেট ব্যাবহার করছি। বর্তমান সময়ে সার্টিফাইড হে...

Bangla English