2023-02-20
Axor Pythone হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা – ফাহিম জামান

হেলমেট ব্যবহারের ক্ষেত্রে আমি সব সময় প্রাধান্য দিয়ে থাকি নিরাপত্তাকে কারণ এই হেলমেট রাইডিং এর ক্ষেত্রে অনেক সুরক্ষা প্রদান করে। তাই আমি পছন্দ করে নিয়েছি Axor Pythone এর হেলমেটকে । এই হেলমেটটি কেনার আগে আমি দেখেছিলাম এর লুকস , সেফটি, প্যাডিং এবং সর্বপরি বাজেট। যেহেতু আমি এই হেলমেটটি ব্যবহার করছি তাই আপনাদের সাথে আমি এই হেলমেট ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করবো।
Axor Pythone হেলমেট ব্যবহার করে আমি যে সুবিধা পেয়েছি :
• এই হেলমেটের ওজন ডিস্ট্রিবিউশন আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেকক্ষণ পড়ে রাইড করলেও কোন ক্লান্তিবোধ হয় না।
• বিল্ড কোয়ালিটি অনেক মজবুত এবং আমার হাত থেকে অনেকবার পড়ে গিয়েও তেমন কোন ক্ষতি হয়নি।
• বাইরের নয়েজ আমার কাছে অনেক কম মনে হয়েছে যার ফলে ব্যবহার করে অনেক আরামবোধ করি।
• এয়ার ভেন্টিলেশন সিস্টেম, চিন গার্ড সব কিছু অনেক ভালো ।
এইবার বলি Axor Pythone এর মন্দ দিক:
• আমার কাছে মনে হয়েছে যে এর প্যাডিং সিস্টেম আরও উন্নত করা উচিত ছিলো।
• ওজন একটু বেশি মনে হয়েছে
• সান ভাইজর নাই যেটা আমার কাছে একটু অসুবিধা মনে হয়েছে।
Axor Pythone ব্যবহার করে আমি এই সকল ভালো মন্দ দিক পেয়েছি। যারা এই হেলমেটটি কিনতে চান তাদেরকে আমি বলবো যে , যদি কেউ কম বাজেটের মধ্যে ভালো হেলমেট নিতে চান তাহলে Axor Pythone অবশ্যই নিতে পারেন।