আমার বর্তমান বাইক Hero Thriller 160R বাইকের সাথে স্টক টায়ার হিসেবে আছে MRF REVZ-S 130/70-17 62P TL । এই টায়ার নিয়ে আমি এখন পর্যন্ত রাইড করেছি ৫ হাজার কিমি এর মত এবং এরি টায়ার ব্যবহার করে আমার কাছে এখন পর্যন্ত কেমন মনে হয়েছে সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা উপকৃত হবেন এবং টায়ার সম্পর্কে আরও বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন।
গ্রিপিং
পেছনের টায়ার হিসেবে আমি এই টায়ার থেকে গ্রিপিং এর দিক থেকে অনেক ভালো একটি সাপোর্ট পাই এবং আমার কাছে গ্রিপিং এর দিক থেকে অন্যান্য টায়ারের তুলনায় একটু বেশি ভালো মনে হয়েছে কারণ আমি কম বেশি বৃষ্টিভেজা রাস্তা সহ সব ধরনের রাস্তায় রাইড করেছি এবং গ্রিপিং এর দিক থেকে আমাকে হতাশ করেনি।
স্টাবিলিটি
স্টাবিলিটির দিক থেকে এই টায়ার একদম পারফেক্ট কারণ আমি হাই স্পীড ও লো স্পীড দুইভাবেই রাইড করেছি এবং রাইড করে আমার কাছে স্টাবিলিটির দিক থেকে অনেক ভালো মনে হয়েছে।
কর্নারিং
বেটার টায়ার শোল্ডার থাকার কারণে আমি কর্নারিং করে এই টায়ারে অনেক মজা পাই এবং আমি যে কোন পরিস্থিতিতে খুব ভালোভাবে কর্নারিং করে নিতে পারি।
কাদাযুক্ত রাস্তা
আমি ভেজা রাস্তায় রাইড করেছি সেক্ষেত্রে আমার কাছে গ্রিপিং ভালো মনে হয়েছে কিন্তু যখন একটু কাদাযুক্ত রাস্তায় রাইড করেছি তখন এর গ্রিপিং একটু কম মনে হয়েছে তবে আমার মতে এটা অন রোড টায়ার অফ রোডে না চালানোই ভালো।
সব মিলিয়ে MRF REVZ-S 130/70-17 62P TL টায়ারটা আমার বাইকের স্পীড, ব্রেকিং , কন্ট্রোল ইত্যাদি সব দিক থেকে অনেক ভালো একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং ৫ হাজার কিমি রাইডে তুলনামূলক কম ক্ষয় আমি লক্ষ করেছি, তাই যারা এই টায়ারটি কিনতে চান তারা নির্দ্বিধায় এটা ক্রয় করতে পারেন। ধন্যবাদ।