MRF REVZ-S 130/70-17 62P TL টায়ার ব্যবহার অভিজ্ঞতা – ফিরোজ

English Version
calender 2023-07-06

MRF REVZ-S 130/70-17 62P TL টায়ার ব্যবহার অভিজ্ঞতা – ফিরোজ

Review Disclaimer Bn

Firoz-1688623293.jpg

আমার কাছে বাইক রাইডের সময় ভালো মানের টায়ার অনেক গুরুত্বপুর্ন। আমি অনেক দিন যাবতই বাইক রাইড করছি এবং বর্তমানে আমি Hero Thriller বাইক ব্যবহার করছি এবং এই বাইকের স্টক টায়ার হিসেবে আছে MRF REVZ-S 130/70-17 62P TL। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার ব্যবহৃত টায়ারের কিছু ভালো মন্দ দিক যা আমি ৫,০০০ কিমি ব্যবহার করে অভিজ্ঞতা অর্জন করেছি।

গ্রিপিং
আমার কাছে টায়ারের গ্রিপিং অত্যান্ত গুরুত্বপুর্ন এবং এক্ষেত্রে MRF REVZ-S 130/70-17 62P TL টায়ারটি আমার কাছে গ্রিপিং এর দিক থেকে অনেক ভালো মনে হয়েছে। সমতল রাস্তায় রাইডে আমাকে ভালো সাপোর্ট দিয়েছে।

ব্যাল্যান্স
বাইকের ওজন , মোটা টায়ার ও ভালো গ্রিপিং এর সমন্বয়ে আমি ব্যাল্যান্স এর দিক থেকে ভালো সাপোর্ট পাই এই টায়ার থেকে। বেশি স্পীড বা কম স্পীডে ব্যাল্যান্স খুব ভালো পেয়েছি।

ব্রেকিং
ব্রেকিং এর দিক থেকে আমি মনে করি যে এই টায়ারটা অনেক ভালো কারণ আমি পুর্বে যে সকল বাইক রাইড করতাম তার থেকে এই টায়ারের ব্রেকিং আমার কাছে অনেক ভালো লেগেছে।

MRF REVZ-S 130/70-17 62P TL নিয়ে এই ছিলো আমার ৫,০০০ কিমি ব্যবহার অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে।

More Reviews On MRF REVZ-S 130/70-17 62P TL

Firoz-1688623473.jpg
MRF REVZ-S 130/70-17 62P TL টায়ার ব্যবহার অভিজ্ঞতা – ফিরোজ
2023-07-06

আমার কাছে বাইক রাইডের সময় ভালো মানের টায়ার অনেক গুরুত্বপুর্ন। আমি অনেক দিন যাবতই বাইক রাইড করছি এবং বর্তমানে আম...

Bangla English
MRF REVZ S 130 70 17 62P TL User Review by  Shawon-1684925458.jpg
MRF REVZ-S 130/70-17 62P TL টায়ার ব্যবহার অভিজ্ঞতা – শাওন
2023-05-24

আমার কাছে বাইক রাইডের সময় টায়ার খুবই গুরুত্বপুর্ন একটি বিষয়, কারণ আমি সময় পেলেই মিনিমান ৫০০ কিমি রাইড করে থাকি। ...

Bangla English