MRF Zapper -S1 140/70-17 66S ZRS1 TL ব্যবহার অভিজ্ঞতা – তৌফিক

English Version
calender 2024-04-28

MRF Zapper -S1 140/70-17 66S ZRS1 TL ব্যবহার অভিজ্ঞতা – তৌফিক

Review Disclaimer Bn

MRF Zapper S1 1407017 66S ZRS1 TL Experience - Toufik-1714281982.jpg


বাইক আমার নিত্য দিনের সঙ্গী, আমি বাসা থেকে বাইক নিয়ে বের হলেই কোথাও না কথাও যাবার ইচ্ছে পোষণ করি কিন্তু সময় স্বল্পতার কারণে যাওয়া হয় না তবে হ্যা ছুটির দিনে আমি আমার মন মত বাইক নিয়ে যেখানে ইচ্ছা সেখানে ঘুরি। বাইক নিয়ে যেহেতু বেশি চলাচল করা হয় তাই বাইকের সাথে থাকা খুঁটিনাটি বিষয়গুলো জানা অত্যাবশ্যক। টায়ার তার মধ্যে একটি গুরুত্বপুর্ন বিষয়, আমার বাইকের পেছনের টায়ার হিসেবে রয়েছে MRF Zapper-S1 140/70-17 66S ZRS1 TL । আজ আমি আপনাদের সাথে আমার ব্যবহার করা এই টায়ার নিয়ে ভালো মন্দ কিছু শেয়ার করবো যাতে আপনারা এই টায়ার সম্পর্কে ভালো একটি ধারণা লাভ করতে পারেন।

প্রথমে আসি ভালো দিক নিয়ে:

*আমি এই টায়ারটা সুদীর্ঘ সময় ধরে ব্যবহার করে আসছি এবং এটা ব্যবহার করে আমার কাছে যে বিষয়টি ভালো লেগেছে তা হল এর স্টাবিলিটি ও গ্রিপিং। আমার কাছে এই দুইটা বিষয় অনেক ভালো লেগেছে এবং আমি দেখেছি যে যে কোন ক্ষেত্রে এটা আমাকে অনেক ভালো সাপোর্ট দেয়।

*টায়ার শোল্ডার অনেক মোটা যার কারণে আমি যখন কোন পাথর বা ইটের রাস্তা দিয়ে চলাচল করি তখন দেখতে পাই যে বড় বড় ইট পাথর টায়ারের সাইড ওয়ালে লাগলেও ব্যালান্সের দিক থেকে কোন সমস্যা হয় না।

*কর্নারিং এর ক্ষেত্রে আমি পিলিয়ন সহ ও পিল্যন ছাড়া দুই রকমভাবে রাইড করে দেখেছি যে কর্নারিং আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমি কর্নারিং করে অনেক মজা পাই

এবার বলি মন্দ দিক:

*আমি এবারের ঈদের ছুটিতে গ্রামের বাসায় গিয়েছিলাম এবং গ্রামের রাস্তায় বিশেষ করে কাদাযুক্ত রাস্তায় আমি এর পারফরমেন্স খুব খারাপ পেয়েছি। আসলে এটা তো অন রোডের টায়ার তাই কাদাযুক্ত রাস্তায় পারফরমেন্স ড্রপ করবেই।

*সব মিলিয়ে আমার কাছে বাইকের জন্য যুগোপযোগী একটি টায়ার হিসেবে মনে হয়েছে এই MRF Zapper-S1 140/70-17 66S ZRS1 TL টায়ার কে , তাই আপনারা যারা আপনার বাইকের জন্য ভালো মানের টায়ার ক্রয় করতে চান তারা নিঃসন্দেহে এই টায়ারটি সংগ্রহ করতে পারেন।

ধন্যবাদ।

More Reviews On MRF Zapper-S1 140/70-17 66S TL

MRF Zapper S1 1407017 66S ZRS1 TL Experience - Toufik-1714282163.jpg
MRF Zapper -S1 140/70-17 66S ZRS1 TL ব্যবহার অভিজ্ঞতা – তৌফিক
2024-04-28

বাইক আমার নিত্য দিনের সঙ্গী, আমি বাসা থেকে বাইক নিয়ে বের হলেই কোথাও না কথাও যাবার ইচ্ছে পোষণ করি কিন্তু সময় স্বল...

Bangla English
MRF Zapper 14070-17 66S-1682764210.jpg
MRF Zapper 14070-17 66S ৫০০০০ কিমি ব্যবহার অভিজ্ঞতা – ইসতিয়াক
2023-04-29

আমি হোন্ডা হরনেট ১৬০ সিসির বাইকটা ২০১৯ সালে ক্রয় করি এবং সেই বাইকের সাথে স্টক টায়ার হিসেবে ছিলো MRF Zapper 14070-17 66S । টায়ার ...

Bangla English