MRF MOGRIP METOR M 90/100-10 ফিচার রিভিউ

English Version
calender 2022-11-22

MRF MOGRIP METOR M 90/100-10 ফিচার রিভিউ

হ্যালো বাইকারস, নতুন একটি টায়ার এর ফিচারস রিভিউ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করবো MRF ব্রান্ডের একটি টায়ার নিয়ে যেটি আপনার স্কুটারে ব্যবহার করতে পারবেন। আমাদের দেশের বাজারে বর্তমানে স্কুটারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি যে প্রতিটি বাইক বা স্কুটারের প্রয়োজনীয় একটি বিষয় হল টায়ার এবং এই টায়ার নির্দিষ্ট সময় পর পর বা এর ক্ষয় এর উপর নির্ভর করে পরিবর্তন করতে হয়। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে MRF ব্র্যান্ড স্কুটার সেগমেন্টের জন্য নিয়ে এসেছে MRF MOGRIP METOR M 90/100-10। চলুন তাহল এই টায়ারের ফিচারস নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এবং কোন কোন স্কুটারে আপনারা এটি ব্যবহার করবেন সেটি দেখে নেওয়া যাক।
MRF MOGRIP METOR M 90/100-10 এর ফিচারসের মধ্যে যা যা রয়েছে
এটা একটি টিউবলেস টায়ার এবং এর সাইজ আছে 90/100-10 , রিমের সাইজ ১২ ইঞ্চি , Load Index Rating ৫৩, Aspect Ratio 100, Rim Diameter 10, Speed Symbol আছে J , ম্যাক্স লোড ২০৬ কেজি , আইডিয়াল টায়ার প্রেশার ৩৬ ,
এছাড়াও এর স্পেশাল ফিচারস হিসেবে রয়েছে
এগ্রেসিভ ব্লক ডিজাইন
ডিরেকশলান ব্লক প্যাটার্ন
অন রোড ও অফ রোডেও কার্যকরী পারফরমেন্স দিতে সক্ষম।
উন্নতমানের গ্রিপিং সিস্টেম
বেটার স্টাবিলিটি
এবারে দেখে নিই কোন কোন স্কূটারে আপনি এই টায়ার ব্যবহার করতে পারবেন ।
MRF MOGRIP METOR M 90/100-10 এই টায়ারের সাইজ দেখে নিঃসন্দেহে বলা যায় যে এটা স্কুটার সেগমেন্টের বাইকের জন্য তৈরি করা হয়েছে । আমাদের দেশের বাজারে এরকম অনেক স্কুটার রয়েছে যেগুলোর সাথে এই টায়ার একদম উপযোগী। স্কুটারগুলো হল Hero Maestro Edge, Hero Pleasure, Suzuki Lets, Suzuki Access 125, Yamaha Ray-Z এগুলো ছাড়াও আপনি যে স্কূটারটি ব্যবহার করছেন সেটার টায়ার সাইজ যদি 90/100-10 হয়ে থাকে তাহলে এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন।
এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় MRF MOGRIP METOR M 90/100-10 টায়ারটি নিয়ে , আশা করি আশা করি এই টায়ার সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ ।

More Reviews On MRF Mogrip Meteor-M 90/100-10 53J

MRF Mogrip Metor M 90-90-12-1669108981.jpg
MRF MOGRIP METOR M 90/100-10 ফিচার রিভিউ
2022-11-22

হ্যালো বাইকারস, নতুন একটি টায়ার এর ফিচারস রিভিউ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করবো MRF ব্রা...

Bangla English