MRF Mogrip Metor M 140/70-17 টায়ার ফিচারস

English Version
calender 2022-12-11

MRF Mogrip Metor M 140/70-17 টায়ার ফিচারস

MRF MOGRIP METEOR-M 140-70-17 M-C 66S-1670743611.jpg


MRF তাদের টায়ারের অনেকগুলো সিরিজ রেখেছে তার মধ্যে জনপ্রিয় এবং অত্যান্ত কার্যকরী একটি সিরিজ হল MRF Mogrip Metor M । এই সিরিজের এগ্রেসিভ ব্লক ডিজাইন , ডিরেকশনাল ব্লক প্যাটার্ন সহ আরও ফিচারস নিয়ে খুব ভালো ফিডব্যাক দিতে সক্ষম এবং এটা অন রোড অফ রোড দুটাতেই বেশ কার্যকরী পারফরমেন্স দেয় । আজকে আমরা কথা বলবো MRF Mogrip Metor M সিরিজের একটি টায়ার এর ফিচারস নিয়ে যার নাম MRF Mogrip Metor M 140/70-17। চলুন তাহলে এক নজরে দেখে নিই এই টায়ারের মধ্যে কী কী ফিচারস রয়েছে।

Aggressive Block Design-1670743699.jpg


এগ্রেসিভ ব্লক ডিজাইন
এই MRF Mogrip Metor M 140/70-17 টায়ারের ডিজাইনে রয়েছে এগ্রেসিভ ব্লক ডিজাইন যার ফলে টায়ারের গ্রিপিং সিস্টেম ভালো রেখে সুন্দর ডিজাইন করা হয়েছে। এই ব্লক ডিজাইনগুলো রাস্তায় রাস্তার সাথে টায়ারের গ্রিপিং সিস্টেম একটা সামঞ্জস্য রাখে এবং বেটার ফিডব্যাক পাওয়া যায় সেই সাথে টায়ারটা দেখতেও অনেক আকর্ষণীয় লাগে।

Directional Block Pattern-1670743719.jpg


ডিরেকশনাল ব্লক প্যাটার্ন
ডিরেকশনাল ব্লক প্যাটার্ন এই টায়ারের জন্য গুরুত্বপুর্ন একটি ফিচারস কারণ এই প্যাটার্ন এর ফলে ভালো ব্রেকিং নিশ্চিত হয় এবং বেটার স্টাবিলিটি পাওয়া যায়। মুলত এই ডিরেকশলান ব্লক প্যাটার্নে জ্যামিতিক স্টাইলযুক্ত ডিরেকশনাল থ্রেড প্যাটার্ন ব্যবহার করা হয় যার ফলে টায়ার রাস্তার সাথে ভালোভাবে আকড়ে ধরে রাখতে পারে , অফ রোডে ভালো ফিডব্যাক দিতে পারে , হাই স্পীড কর্নারিং এর ক্ষেত্রে ভালো পারফরমেন্স দিতে পারে এবং ভেজা রাস্তাতেও পারফরমেন্স অটুট রাখতে চেষ্টা করে।

Excellent on road – off road Application-1670743752.jpg


চমৎকার অন রোড – অফ রোড এপ্লিকেশন
এই MRF Mogrip Metor M 140/70-7 টায়ারটি অন রোড ও অফ রোডেও ভাল পারফরমেন্স দিতে সক্ষম কারণ এখানে রয়েছে অত্যাধুনিক মানের ব্লক ডিজাইন ও ডিরেকশনাল ব্লক প্যাটার্ন যা টায়ারের অন রোড ও অফ রোডে ভাল ফিডব্যাক দিবে এবং ভেজা রাস্তাতেও টায়ারের পারফরমেন্স ধরে রাখতে সাহায্য করবে।

এবারে জেনে নিই কোন কোন বাইকের এটা ব্যবহার করতে পারবেন এবং এর দাম কত?
MRF Mogrip Metor M 140/70-17 টায়ারটি মুলত বাইকের জন্য তৈরি করা হয়েছে। আমাদের দেশের বাজারে যে সকল বাইক রয়েছে সেসকল বাইকের টায়ার সাইজ যদি 140/70 হয়ে থাকে এবং রিম সাইজ যদি 17 হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এটি ব্যবহার করতে পারবেন।
এখন বাংলাদেশের সকল অথোরাইজড MRF এর শোরুমে এই টায়ারটি পাবেন এবং MRF Mogrip Metor M 140/70-17 এর বর্তমান দাম হল ৪,৭৫০ টাকা।

More Reviews On MRF Mogrip-M 140/70-17 66S TL

MRF MOGRIP METEOR-M 140-70-17 M-C 66S-1670743967.jpg
MRF Mogrip Metor M 140/70-17 টায়ার ফিচারস
2022-12-11

MRF তাদের টায়ারের অনেকগুলো সিরিজ রেখেছে তার মধ্যে জনপ্রিয় এবং অত্যান্ত কার্যকরী একটি সিরিজ হল MRF Mogrip Metor M । এই সিরিজে...

Bangla English