MRF MOGRIP METEOR-M 120/80-17 Overview

English Version
calender 2022-12-05

MRF MOGRIP METEOR-M 120/80-17 Overview

MRF MOGRIP METEOR-M 12080-17 Overview-1670235832.jpg

MRF কোম্পানী 1952 সালে রাবার ট্রেড উৎপাদন শুরু করে। জনপ্রিয় টায়ার ব্র্যান্ডটি ভারতে টায়ার উৎপাদন শিল্পে লিডিং কোম্পানী হয়ে উঠতে সক্ষম হয়েছে । MRF বাংলাদেশের বাজারে অনেকগুলো সিরিজ নিয়ে আসে তার মধ্যে জনপ্রিয় একটি সিরিজ হল MRF MOGRIP। বর্তমানে এই সিরিজের একটি টায়ার রয়েছে যার নাম MRF MOGRIP METEOR-M 120/80-17। আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আলোচনা করতে যাচ্ছি এই টায়ারের ফিচারস নিয়ে।
এগ্রেসিভ ব্লক ডিজাইন ।-1670236145.JPG
এগ্রেসিভ ব্লক ডিজাইন ।
এই MRF MOGRIP METEOR-M 120/80-17 টায়ারের ব্লক ডিজাইনগুলো অনেক এগ্রেসিভ এবং এর ডিজাইনটা করা হয়েছে টায়ার এর গ্রিপিং ঠিক রেখে যাতে করে টায়ার দেখতেও সুন্দর মনে হয় এবং ব্লক ডিজাইন থেকে ভালো গ্রিপিং ও পাওয়া যায়।
ডিরেকশনাল ব্লক প্যাটার্ন-1670236135.JPG
ডিরেকশনাল ব্লক প্যাটার্ন
MRF MOGRIP METEOR-M 120/80-17 টায়ারটিতে জ্যামিতিক স্টাইলযুক্ত দিকনির্দেশক থ্রেড প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। MRF দাবি করে যে কারক্যাসস আকৃতিটি রাস্তাকে ভালভাবে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে এবং রাস্তায় বাইকটিকে স্থির রাখার পাশাপাশি অফ-রোড ভ্রমণের সময় সম্পূর্ণ নিয়ন্ত্রণের সাথে ফিডব্যাক দেওয়া চেষ্টা করে। টায়ারের সেন্টার ব্লকগুলি উচ্চ স্টাবিলিটি নিশ্চিত করে যখন টায়ারটি কর্নারিং করা হয় এবং ভেজা অবস্থাতেও ভালো স্টাবিলিটি সরবরাহ করে।

সুপিরিয়র ওয়েট ব্রেকিং
এই টায়ারের যে গ্রিপিং সিস্টেম রয়েছে তা ভেজা রাস্তাতেও ভালো ব্রেকিং সরবরাহ করতে সক্ষম যার ফলে ভেজা রাস্তায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করে ভালো ব্রেকিং নিশ্চিত করবে।

হাইওয়েতেও ভালো ট্রাকশন সরবরাহ করে।
এই MRF MOGRIP METEOR-M 120/80-17 টায়ারের গ্রিপিং ও ডিরেকশনাল ব্লক প্যাটার্ন উন্নতমানের হওয়ার কারনে হাইওয়েতে ভালো ট্রাকশন দিকে সক্ষম। হাইওয়েতে ভাল ট্রাকশন বলে বোঝায় , যখন একটি টায়ার হাইওয়েতে পারফরম করে তখন রাস্তার সাথে যে সংযোগ স্থাপন থাকে সেটাকে মুলত ট্রাকশন বলা হয় অর্থাৎ রাস্তার সাথে টায়ারের তল্ভাগ ভালোভাবে লেগে থাকা।

এবারে জেনে নিই কোন কোন বাইকে এই টায়ার ব্যবহার করতে পারবেন?
সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে এই টায়ার এর সাইজ 120/80-17, তাই এটা নিশ্চিতভাবে বলা যায় যে Bajaj Pulsar 150, সহ যে সকল বাইকে 120/80-17 সাইজের টায়ার খাপ খায় সে সকল বাইকে এই টায়ার ব্যবহার করতে পারবেন।

এই MRF MOGRIP METEOR-M 120/80-17 টায়ারটি বাংলাদেশের সকল অথোরাইজড MRF এর শোরুমে পেয়ে যাবেন তাই আপনারা যারা আপনাদের বাইকের জন্য এই টায়ার খুঁজছেন তারা মোটরসাইকেল ভ্যালীর টায়ার সেকশনে গিয়ে আপনার নিকটস্থ শোরুম থেকে কিনতে পারেন।
মোটরসাইকেল ভ্যালীর টায়ার সেকশন পেতে ক্লিক ক্রুন এখানে।

More Reviews On MRF Mogrip Meteor 120/80-17 61P

MRF MOGRIP METEOR-M 12080-17 Overview-1670237048.jpg
MRF MOGRIP METEOR-M 120/80-17 Overview
2022-12-05

MRF কোম্পানী 1952 সালে রাবার ট্রেড উৎপাদন শুরু করে। জনপ্রিয় টায়ার ব্র্যান্ডটি ভারতে টায়ার উৎপাদন শিল্পে লিডিং ক...

Bangla English