MRF Masseter FX 110/70-17 টায়ার ব্যবহার অভিজ্ঞতা – আকাশ

English Version
calender 2023-05-18

MRF Masseter FX 110/70-17 টায়ার ব্যবহার অভিজ্ঞতা – আকাশ

Review Disclaimer Bn

MRF Masseter FX 110 70 17 Tire User Review By  Akash-1684391553.jpg

আমি আকাশ , বর্তমানে আমি ব্যবহার করছি স্বনামধন্য ব্র্যান্ড ইয়ামাহার MT15 বাইক, এই বাইকটার সাথে স্টক টায়ার হিসেবে আছে MRF Masseter FX 110/70-17 । আমি আমার বাইক এই টায়ার নিয়েই ২০,০০০ কিলোমিটার রাইড করেছি এবং ২০,০০০ কিলোমিটারের পরে আমি টায়ার ক্ষয় না হওয়া স্বত্ত্বেও পরিবর্তন করেছি নতুন MRF এর আরেকটি টায়ারের অভিজ্ঞতা নেওয়ার জন্য। আজকে আমি স্বল্প আকারে আপনাদের সাথে MRF Masseter FX 110/70-17 টায়ার ব্যবহার অভিজ্ঞতা শেয়ার করবো।


ব্রেকিং এবং ব্যালেন্স
এই টায়ারের ব্রেকিং অসাধারন লেগেছে আমার কাছে। ব্রেক করার সময় আমার কাছে বেশ কনফিডেন্স মনে হয় এবং এর সাথে এর ব্যালেন্স ও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, আমি লং রাইড বেশি করে থাকি এবং এসকল ক্ষেত্রে ব্রেকিং ও ব্যাল্যান্স আমার জন্য দরকার, এবং এই ক্ষেত্রেও আমার কাছে সমস্যা মনে হয়নি, তবে তুলনামূলক ভাবে অন রোডে এর ব্রেকিং এবং ব্যালেন্স বেশি ভালো, অফ রোডে এবং ভেজা রাস্তায় এর গ্রিপ কম এবং ব্রেকিং এর ক্ষেত্রেও টায়ার স্কীড করার সম্ভবনা থাকে, তবে সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে।

কর্নারিং
এই MRF Masseter FX 110/70-17 টায়ারের গ্রিপ এবং ব্যালেন্সিং ভালো হওয়ার কারনে এর থেকে ভালো কর্নারিং পাওয়া সম্ভব তবে অফ রোডে কর্নারিং তেমন ভালো হয় না।

স্থায়িত্ব
আগেই বলেছি, এই MRF Masseter FX 110/70-17 টায়ার প্রায় ২০,০০০ কিলোমিটার ব্যবহার করেছি । আমার কাছে এই পর্যন্ত বড় কোনও সমস্যা মনে হয় নাই, এই সময়ে আমি এর পারফর্মেন্স নিয়ে বেশ সন্তুষ্ট এবং আমার কাছে এটি দাম বিবেচনায় এই সেগমেন্টের অন্যতম ভালো টায়ার মনে হয়েছে।

More Reviews On MRF Masseter FX 110/70-17 54H

MRF Masseter FX 110 70 17 Tire User Review By  Akash-1684391656.jpg
MRF Masseter FX 110/70-17 টায়ার ব্যবহার অভিজ্ঞতা – আকাশ
2023-05-18

আমি আকাশ , বর্তমানে আমি ব্যবহার করছি স্বনামধন্য ব্র্যান্ড ইয়ামাহার MT15 বাইক, এই বাইকটার সাথে স্টক টায়ার হিসেবে আছ...

Bangla English