বাংলাদেশে মেয়েদের জন্যে ই বাইক হলো নিজেদের নিরাপত্তা, সময় বাচিয়ে চলা, গন পরিবহনের হয়রানি দুরীকরন সহ স্বাধীনভাবে চলার অন্যতম সেরা একটি স্বাধীন যানবাহন। কিন্তু যখন আপনি নারী হিসেবে আপনার জন্যে ই বাইক কেনার সিদ্ধান্তে পৌছেচেন তখন আপনাকে কয়েকটি বিষয় মাথায় রেখে ই বাইক কেনার সিদ্ধান্ত নিতে হবে।
একজন নারীর ই বাইক ক্রয়ের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপুর্ন নির্দেশনাঃ
ফ্রেম ক্যাটেগরীঃ এমন একটা ফ্রেমের ই বাইক আপনাকে পছন্দ করতে হবে যে ই বাইকে আপনি সহজেই উঠতে এবং নামতে পারবেন।
ই বাইকের ওজনঃ নারীর ক্ষেত্রে হালকা ওজনের ই বাইক হলে তা কন্ট্রোল করা বেশ সহজ হবে বিশেষত বাসায় বা গ্যারেজে নিতে এবং বের করার ক্ষেত্রে অনেকটাই সহজ হবে।
সীট কম্ফোর্টঃ এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সীটটা এডজাস্ট করা যাবে কি না আর তা লং রাইডের জন্যে পাকাপোক্তভাবে প্যাডিং করা আছে কি না।
ব্যাটারীর সক্ষমতাঃ আপনি প্রতিদিনের যাতায়াতের দুরত্ব তার সাথে আপনার রেগুলার রিফ্রেশমেন্ট ট্যুরের দুরুত্বের সমন্বয় করতে পারে এমন সক্ষমতা সম্পন্ন ব্যাটারীর ই বাইক আপনাকে নিতে হবে।
এক্সট্রা ফিচারঃ পরিবারের প্রয়োজনে হালকা সামগ্রী বহনযোগ্য ঝুড়ি বা প্যানিয়ার র্যাবক দিয়ে ডিজাইন করা ই বাইকগুলো আপনার পছন্দ তালিকার ওপরের দিকে রাখুন।
বাংলাদেশে নারীদের ব্যবহারের জন্য কয়েকটি স্বনামধন্য ই বাইক ব্রান্ডঃ
ওয়ালটনঃ ওয়ালটনের প্রায় প্রতিটা মডেলই নারি এবং পুরুষ উভয়ের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।
এরিন মোটরস ই বাইকঃ এরিন মোটরসের প্রতিটা বাইকই সুন্দর ডিজাইন এবং দারুন বাজেট বান্ধব এবং স্বল্প দুরুত্বের প্রয়োজনে নারীদের জন্যে সর্বদিক দিয়ে উপযোগী।
গ্রীন টাইগারঃ বহুল পরিচিত একটি ই বাইক ব্রান্ড হলো গ্রীন টাইগার যাদের পন্য তালিকাটাও বেশ বড় আর এই তালিকা থেকে যে কেউ বেছে নিতে পারেন বাজেট অনুযায়ী আপনার পছন্দের মডেলটি।
এক্সপ্লোইটঃ সাধারন ই বাইকের কনসেপ্ট নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে এক্সপ্লোইট ব্রান্ড এবং এক্সপ্লোইটের পন্য তালিকা বেশ লম্বা যা থেকে যে কোন বয়সী যে কেউ চাইলেই নিজের জন্যে একটি ই বাইক পছন্দ করে নিতে পারবেন।
মহিলাদের জন্য ই বাইকের কিছু পরামর্শঃ
টেস্ট রাইড: সর্বদা একটি ই-বাইক কেনার আগে টেস্ট রাইড দিন যার দ্বারা আপনি এর আরামের মান এবং আপনার চাহিদার কতটুকু পূরণ করতে সক্ষম তার একটা ধারনা পেতে পারেন।
আনুষাঙ্গিকগুলি বিবেচনা করুন: একটি ঝুড়ি বা প্যানিয়ার র্যাতকের মতো আনুষাঙ্গিকগুলি আপনার রাইডিং অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে এবং ই বাইকটিকে আরও ব্যবহারিক করে তুলতে পারে।
নিরাপত্তাই প্রথম: বাইক বা ই-বাইক চালানোর সময় সর্বদা হেলমেট এবং অন্যান্য নিরাপত্তা গিয়ার ব্যবহার করুন।