২০২৪ সালে বাংলাদেশের অধিকাংশ বাইক প্রেমীরা হাই সিসি বাইক নিয়ে আলোচনায় থাকলেও সাধারন প্রয়োজনে বাইক ব্যবহারকারীদের বড় একটি অংশ ই বাইকের দিকে মনযোগ দিচ্ছেন। শহর এবং মফস্বলের দিকে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে সাধারন পর্যায়ের বাইক প্রেমীদের অনেকেই এখন ই বাইক ব্যবহার শুরু করেছেন।
নামকরা কিছু ব্রান্ডের পাশাপাশি বর্তমানে Yadea ই বাইক ব্যবহারকারীদের বেশ ভালভাবেই নজর কেড়েছে। মুলত শহরকেন্দ্রিক এলাকাগুলোতে Yadea এর লোগোযুক্ত Yadea ই বাইক এখন চোখে পড়ার মত।
Yadea এর পন্য তালিকায় সর্বমোট বাইকের সংখ্যা এখন ৪টি যার মধ্যে উন্মুক্ত বাজারে পাওয়া যাছে এবং অপর দুটি অপেক্ষমান তালিকায় আছে।
Yadea এর প্রতিটি মডেলের সংক্ষিপ্ত বর্ননা নিম্নে দেওয়া হলোঃ
Yadea M6
১২০০ ওয়াটের মোটর দিয়ে তৈরি Yadea M6 বাইকটি ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি উঠাতে পারে আর একবার চার্জ দিলে ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আকারে ছোটখাট ই বাইকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা যে কোন বয়সের ছেলে অথবা মেয়ে রাইডারের সাথে ভালভাবে মানিয়ে যেতে পারে। যোগাযোগের ক্ষেত্রে মানুষের রুচির পরিবর্তন হউয়ার কারনে এখন আস্তেধীরে চলাফেরা আর সহজ রাইডিংকে প্রাধান্য দেওয়ায় ই বাইকের চাহিদা এখন সর্বময়। যথেষ্ট সুন্দর দেখতে Yadea M6 বর্তমানে বিক্রি হচ্ছে ১,১৭,০০০/- টাকায়।
Yadea T5
শুধুমাত্র নিজের প্রয়োজনে স্বল্প দুরুত্বে ব্যবহারের জন্যে Yadea T5 অসাধারন একটি ই বাইক। ৮০০ ওয়াটের মোটর দিয়ে তৈরিকৃত ই বাইকটি ৪৫ কিলোমিটার প্রতিঘন্টা সর্বোচ্চ গতি উঠাতে পারে আর ডিজাইনের প্রশ্নে Yadea T5 বাইকটিতে দেওয়া হয়েছে সার্বজনীন ডিজাইন যার কারনে পছন্দ বা অপছন্দ হউয়ার প্রশ্নে যে কেউ নিশ্চিত থাকতে পারবে যদি সাধারন প্রয়োজনে ই বাইক নেওয়ার কথা চিন্তা করে থাকে। অতিসুন্দর Yadea T5 ই বাইকটি বর্তমানে বিক্রি হচ্ছে ১,৩৬,০০০ টাকা।
Yadea Keeness
ই বাইক শুধুমাত্র ধীরে এবং আরামের চলার জন্যে তৈরি করা হয় এমন ধারনা আমাদের অনেকের মধ্যেই আছে। কিন্তু মজার ব্যাপার হলো Yadea এর আসন্ন তালিকায় থাকা Yadea Keeness লুক এবং প্রায় সকল ফীচারস হলো স্পোর্টস বাইক ক্যাটেগরির। কোম্পানীর পক্ষ থেকে বলা হচ্ছে এই ই-বাইকটা ঘন্টায় ১০০ কিলোমিটার গতি উঠাতে সক্ষম যা বর্তমান ই বাইক ব্যবহারকারীদের জন্য অবাক করার মত। Yadea Keeness এখনও আসন্ন তালিকায় থাকার কারনে দাম বা অন্যান্য ফিচার নিয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে বাইকটির দেখা মিলবে।
Yadea VoltGuard
Yadea ব্রান্ডের আসন্ন একটি প্রিমিয়াম মডেল হলো Yadea VoltGurd যার জন্যে বাংলাদেশের ই বাইক প্রেমীরা আদৌতেও প্রস্তুত কি না যে ব্যাপারে একটা প্রশ্ন থেকেই যায় কারন এই ই বাইকটিতে যে ব্যাটারী ব্যবহার করা হয়েছে সেটা হলো ১২০০ ওয়াটের আর এই বাইকটি ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি উঠাতে সক্ষম একইসাথে Yadea VoltGurd বাইকটিতে দেওয়া হয়েছে সার্বজনীন ডিজাইন যার কারনে যে কেউ চাইলেই নিজের বা নিজের পরিবারের যে কারও জন্যে বাইকটি নিতে পারবেন।