Namikala Pass সমুদ্র পৃষ্ঠ থেকে ১২,১৯৮ ফিট উপরে || Ep 9 Part 2 || Ns Studio Vlogs |
Description X
মুলবেক থেকে লামায়ুরু যাওয়ার পথে দু’টো গিরিপথ পেরোতে হয়। প্রথমটি নামিকালা পাস। উচ্চতা প্রায় ১২, ১৯৮ ফুট। অন্যটি ফতুলা পাস। এটি প্রায় ১৩, ৫০০ ফুট উঁচু। এই পথে উঠে এলেই এক সময় দেখা যায় দূরে একটা ছোট্ট গ্রাম। তার জমিটায় অদ্ভুত হলদেটে আভা। ওইটাই লামায়ুরু।
দুটো পাস থেকেই নামতে হয় পাহাড়িয়া ঘূর্ণি পথে। দুই ধারে কাশ্মীরের কিংবদন্তির পর্যায়ে পৌঁছে যাওয়া দৃশ্যাবলি। আশেপাশে সবুজ নেই বললেই চলে। শীতের দেশ হলেও লাদাখ তো আসলে ঊষর মালভূমি। তাই এমন রুখাশুখা দেখতে। কিন্তু অসুন্দর নয় মোটে। চোখের সামনে থাকা পাহাড়গুলো তো প্রতি মুহূর্তে রং বদলাচ্ছে। নীলচে, গোলাপি, মরচে ধরা খয়েরি, হলুদ আর কখনও সখনও সবুজ। তবে দূরের পাহাড়গুলো সব ক’টা বরফঢাকা। |
মুলবেক থেকে লামায়ুরু যাওয়ার পথে দু’টো গিরিপথ পেরোতে হয়। প্রথমটি নামিকালা পাস। উচ্চতা প্রায় ১২, ১৯৮ ফুট। অন্যটি ফতুলা পাস। এটি প্রায় ১৩, ৫০০ ফুট উঁচু। এই পথে উঠে এলেই এক সময় দেখা যায় দূরে একটা ছোট্ট গ্রাম। তার জমিটায় অদ্ভুত হলদেটে আভা। ওইটাই লামায়ুরু।
দুটো পাস থেকেই নামতে হয় পাহাড়িয়া ঘূর্ণি পথে। দুই ধারে কাশ্মীরের কিংবদন্তির পর্যায়ে পৌঁছে যাওয়া দৃশ্যাবলি। আশেপাশে সবুজ নেই বললেই চলে। শীতের দেশ হলেও লাদাখ তো আসলে ঊষর মালভূমি। তাই এমন রুখাশুখা দেখতে। কিন্তু অসুন্দর নয় মোটে। চোখের সামনে থাকা পাহাড়গুলো তো প্রতি মুহূর্তে রং বদলাচ্ছে। নীলচে, গোলাপি, মরচে ধরা খয়েরি, হলুদ আর কখনও সখনও সবুজ। তবে দূরের পাহাড়গুলো সব ক’টা বরফঢাকা।