ছাপড়ি টাইপ Helmet কেন ব্যবহার করে? || Why use non-certified helmets? || Ns Studio Vlogs |
Description X
লাদাখ রাইডে দিল্লি থেকে শুরু করে সম্পূর্ণ রাইডেই খেয়াল করেছি যে, আমার হিসেবে ৯৫-৯৭ শতাংশ বাইকার ভাল মানের হেলমেট ব্যবহার করেনা। তারা এ ব্যাপারে বেশ উদাশিন বলে মনে হয়েছে। এ ধরনের নিম্ন মানের হেলমেট কেন তারা ব্যবহার করে লং রাইডে তা আমার বোধগম্য নয়।
|