হুমায়ূন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাশ পল্লী । Nuhash Polli Day Tour

হুমায়ূন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাশ পল্লী । Nuhash Polli Day Tour

Description X
#নুহাশ_পল্লী #হুমাযূন_আহমেদ #Ns_Studio

নুহাশ পল্লী!
গাজীপুরের হোতাপাড়ায় ৪০ বিঘা জমির উপর অবস্থিত বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বাগানবাড়ি। পুত্র নুহাশের নামানুসারে এই বাগান বাড়িটির নাম রাখেন “নুহাশ পল্লী”। টিভি নাটক এবং চলচ্চিত্র নির্মাণ শুরু করার পর থেকে তিনি তাঁর বেশীরভাগ সময় এখানেই কাটিয়েছেন। সকলের জন্য উন্মুক্ত নুহাশপল্লী আসলে ছবিরমত সুন্দর।
হোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে শালবনের ভিতর দিয়ে চলতে চলতে পিরুজালী গ্রামে পোঁছালেই নুহাশ পল্লীর দেখা পেয়ে যাবেন।
হুমায়ুন আহমেদ যখনই দেশে ও বিদেশে ভ্রমন করতেন তিনি বিভিন্ন রকমের গাছ সংগ্রহ করতেন। নুহাশ পল্লীতে প্রায় ৩০০ প্রজাতির বিরল প্রজাতির ফলের এবং ঔষধি গাছ রয়েছে। এছাড়া তিনি এখানে খেজুর গাছ এবং চা,কফি গাছ লাগিয়েছিলেন যা এখনও আছে। এই নুহাশপল্লীর প্রতিটা গাছ হুমায়ূন স্যার নিজ হাতে লাগিয়েছেন। গাছগুলোকে উনি এতোটাই ভালোবাসতেন যে ক্যান্সারের চিকিৎসাদীন অবস্থায় উনার জন্য সুদূর এমেরিকায় এই গাছগুলোর ভিডিও করে পাঠানো হতো।
659 views 0 0 COMMENT

মন্তব্য করতে লগইন
মন্তব্য

Up next
মন্তব্য

মন্তব্য করতে লগইন