দৃষ্টিনন্দন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ | Belkuchi, Shirajgong Mosque.

দৃষ্টিনন্দন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ | Belkuchi, Shirajgong Mosque.

Description X
দৃষ্টিনন্দন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ।
বেলকুচির আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে একসাথে প্রায় ৭ হাজার মানুষ নামাজ পড়তে পারেন।বিশালায়তনের নির্মাণশৈলী এবং পুরো চত্বরের দৃশ্য দৃষ্টি আকর্ষণ করে সকলের। মাঝখানে বিশালাকৃতির গম্বুজের পাশাপাশি ছোট ছোট আরও আটটি গম্বুজ রয়েছে। ১১০ ফুট উচ্চতার দুটি মিনার, মার্বেল পাথরের পিলার, বিভিন্ন কারুকাজ করা টাইলস এবং অন্যান্য উপকরণ গুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা। দীর্ঘ ৯ বছর ধরে আধুনিক কৌশল আর দেশ-বিদেশের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মিত হয় দৃষ্টিনন্দন এই মসজিদটি।
মসজিদের ভেতরে ভারতীয়,ইটালী ও তুরস্ক থেকে আনা মার্বেল পাথর ও গ্রানাইট পাথর মোড়ানো। এছাড়া চীন থেকে আনা হয়েছে বড় বড় ঝাড়বাতি।
২০১২ সালের সেপ্টেম্বর মাসে কাজ শুরু হয়ে দীর্ঘ ৯ বছরে নির্মাণ করা হয় এই মসজিদটি। বেলকুচি উপজেলার ব্যবসায়ী এবং শিল্পপতি মোঃ আলী সরকারের ব্যক্তিগত অর্থায়নে এক একর জমির উপর তার মা আল আমান বাহেলা খাতুন এর নামে জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
কিন্তু ২০২০ সালের ২রা আগস্ট মসজিদ উদ্বোধন এর আগে তিনি মৃত্যুবরণ করেন। পরে তার ছেলেরা নির্মাণকাজ শেষ করেন।
মুসল্লিদের ওজু করার জন্য আধুনিক অজুখানা রয়েছে। এখানে মসজিদের প্রধান ফটকের সামনে সিঁড়ির পাশে রয়েছে পানি রাখার বড় বড় দুটি পাত্র। স্বয়ংক্রিয়ভাবে সেখানে পানি জমা হয় এবং পানির পরিমাণে কমে গেলে আপনাআপনি ভরে যায় পাত্রগুলো।
পুরুষদের পাশাপাশি নারীদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন অনেকে আসেন এখানে নামাজ আদায় করতে।

মসজিদটি পরিচালনায় রয়েছেন ২ জন ইমাম ও ৬ জন খাদেম। সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের জন্য চুক্তিভিত্তিক শ্রমিকরা কাজ করেন।
২০২১ সালের ২রা এপ্রিল জুমার নামাজের মধ্য দিয়ে এটি উদ্বোধন করা হয়।
554 views 0 0 COMMENT

মন্তব্য করতে লগইন
মন্তব্য

Up next
মন্তব্য

মন্তব্য করতে লগইন