ভয়াবহ দূর্গমতা শ্রীমংগলের নিরালাপুঞ্জিতে।

ভয়াবহ দূর্গমতা শ্রীমংগলের নিরালাপুঞ্জিতে।

Description X
নিরালাপুঞ্জি থেকে আমরা আরও ভেতরে চলে যাই ঘুড়তে ঘুড়তে। যেসব রাস্তা দিয়ে আমরা বাইক রাইড করি তা বুক ধরফর করার মত। রাস্তাটা ছিল ইটের সলিং এর।তার উপর বৃষ্টির কারনে পাহাড়ী মাটি লেগে পিচ্ছিল হয়ে ছিল। চড়াই উঠার সময় আমার সহ প্রায় সব বাইকের চাকা স্কিট করছিল।ভাবছিলাম এই বুঝি বাইকটা সহ নিচে পরে গেলাম। ডেসক্রিপশন যখন লিখছি তখনও আমার বুক কাপছে।তবে বৃষ্টি না হলে এতটা ভয়াবহতা বুঝতামনা। আর এর মাঝেই বেশ কিছু মানুষ বসবাস করছে দিনের পর দিন,বছরের পর বছর।
822 views 0 0 COMMENT

মন্তব্য করতে লগইন
মন্তব্য

Up next
মন্তব্য

মন্তব্য করতে লগইন