MRF Zapper 90/90-18 51P NGP ZRP ব্যবহার অভিজ্ঞতা – আবু রাইহান

English Version
calender 2023-08-24

MRF Zapper 90/90-18 51P NGP ZRP ব্যবহার অভিজ্ঞতা – আবু রাইহান

Review Disclaimer Bn

Abu Raihan-1711350431.jpg

বাইক রাইড করার ক্ষেত্রে টায়ার অত্যান্ত গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে থাকে। আমি সাধারণত বাইক রাইডের সময় বাইকের টায়ারের গ্রিপ, ইঞ্জিনের শব্দ ইত্যাদি যে সকল বিষয় খেলায় করা উচিত সেগুলো মেনে চলি। টায়ারের ব্যাপারে যেহেতু কথা বলবো তাই আমি মনে করি যে আমার ব্যবহার করা টায়ারের ভালো মন্দ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা উত্তম। তাই আমার ব্যবহৃত বাইক Hero Ignitor Techno বাইকের সাথে স্টক টায়ার হিসেবে MRF Zapper 90/90-18 51P NGP ZRP আছে সেটি নিয়ে আপনাদের সাথে স্বল্প আকারে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো।

গ্রিপিং
আমার কাছে টায়ারের গ্রিপিং অনেক ভালো লেগেছে। এই টায়ারের সাইজটা চিকন হলেও এর যে গ্রিপিং সিস্টেম রয়েছে তা রাস্তায় চলার পরে অনেক বেশি সাপোর্ট দেয় আমাকে। পেছনের টায়ার হিসেবে ভেজা রাস্তা থেকেও আমি ভালো সাপোর্ট পেয়েছি।

ব্যাল্যান্স ও স্টাবিলিটি
আমার কাছে এই টায়ারের ব্যাল্যান্স ও স্টাবিলিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। আমি যখন বেশি স্পীডে বাইকটা রাইড করি তখন এই টায়ার আমাকে অনেক ভালো সাপোর্ট দেয় ব্যাল্যান্স ও স্টাবিলিটির দিক থেকে।

ব্রেকিং
ব্রেকিং এর দিক থেকেও আমি এই টায়ার থেকে ভালো সাপোর্ট পাই। আমি দেখেছি যে বাইকটার পেছনের চাকাতে যখন ব্রেক করা হয় তখন সুন্দরভাবেই স্পীড কমিয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

স্থায়িত্ব
স্থায়িত্বের দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এই টায়ার ভালো একটি অবদান রাখবে।

আমার পরামর্শ থাকবে যে , আপনারা চাইলে এই টায়ার ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।

More Reviews On MRF Zapper 90/90-18 51P NGP ZRP TL

Abu Raihan-1711350395.jpg
MRF Zapper 90/90-18 51P NGP ZRP ব্যবহার অভিজ্ঞতা – আবু রাইহান
2023-08-24

বাইক রাইড করার ক্ষেত্রে টায়ার অত্যান্ত গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে থাকে। আমি সাধারণত বাইক রাইডের সময় বাইকের ট...

Bangla English