MRF Zapper 120/80-16 60P ZPR KURVE টায়ার ব্যবহার অভিজ্ঞতা – সাকিব

English Version
calender 2023-12-27

MRF Zapper 120/80-16 60P ZPR KURVE টায়ার ব্যবহার অভিজ্ঞতা – সাকিব

Review Disclaimer Bn

MRF Zapper 1208016 60P ZPR KURVE Tire User Review by Sakib-1703671703.jpg

আমার বাজাজ V15 বাইকটা নিয়ে আমি অনেক রাইড করেছি এবং রাইড করার পর দেখলাম যে এর সাথে যে টায়ার রয়েছে সেটা ক্ষয় হয়ে গেছে এবং দ্রুত পরিবর্তন করা দরকার , তাই আমি দেরি না করে খুঁজতে থাকি এমন একটি টায়ার যা আমাকে দীর্ঘস্থায়ীত্বের পাশাপাশি ভালো ফিডব্যাক দিবে। বাজারে MRF অনেক নামকরা একটি ব্রান্ড এবং আমি এই ব্রান্ডের টায়ার নিয়ে আমার অনেক জানা আছে সেজন্য আমি MRF Zapper 120/80-16 60P ZPR KURVE আমার বাইকের জন্য কিনি এবং কেনার পর এখন পর্যন্ত রাইড করেছি ৩০০০ কিমি। আজ আমি আপনাদের সাথে আমার এই টায়ার নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তা শেয়ার করবো।
গ্রিপিং
আমার কাছে গ্রিপিং সিস্টেম পুর্বের টায়ারের তুলনায় বেশ ভালো লেগেছে। পেছনের টায়ার হিসেবে এর থেকে আমি অনেক ভালো গ্রিপিং পাই। রাইডিং করার সময় আমার কাছে বেশ ভালো মনে হয়।
ব্রেকিং
পেছনের টায়ার হিসেবে আমার কাছে এর ব্রেকিং সিস্টেমটা বেশ ভালোই লেগেছে। আমি চাইলেই আমার মর্জি মতন ব্রেকিং করে আয়ত্তে নিয়ে আসতে পারি। ব্রেকিং এর দিক থেকে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে।
কন্ট্রোল ও ব্যালান্স
কন্ট্রোল ও ব্যালান্সের দিক থেকে বলতে গেলে আমার কাছে চমৎকার মনে হয়েছে আগের টায়ারের থেকে। আমি এই টায়ারটা ব্যবহার করার পর থেকে কন্ট্রোল ও ব্যালান্স অনেক ভালো পাচ্ছি আগের থেকে।
MRF Zapper 120/80-16 60P ZPR KURVE টায়ার নিয়ে এই ছিলো আমার রাইডের অভিজ্ঞতা। আশা করি যারা এই টায়ারটা ক্রয় করবেন তারা হতাশ হবেন না। ধন্যবাদ।

More Reviews On MRF Zapper KURVE 120/80-16 60P TL

MRF Zapper 1208016 60P ZPR KURVE Tire User Review by Sakib-1703671772.jpg
MRF Zapper 120/80-16 60P ZPR KURVE টায়ার ব্যবহার অভিজ্ঞতা – সাকিব
2023-12-27

আমার বাজাজ V15 বাইকটা নিয়ে আমি অনেক রাইড করেছি এবং রাইড করার পর দেখলাম যে এর সাথে যে টায়ার রয়েছে সেটা ক্ষয় হয়ে গেছে ...

Bangla English