MRF Zapper 100/80-17 52P NGP ZFX TL ব্যবহার অভিজ্ঞতা – ফিরোজ

English Version
calender 2023-07-06

MRF Zapper 100/80-17 52P NGP ZFX TL ব্যবহার অভিজ্ঞতা – ফিরোজ

Review Disclaimer Bn

MRF Zapper 1008017 52P NGP ZFX TL User Review by Firoz-1688638772.jpg

আমার ব্যবহৃত বাইক Hero Thriller 160 এর সাথে স্টক টায়ার হিসেবে সামনের টায়ারে রয়েছে MRF Zapper 10080-17 52P NGP ZFX TL। এই টায়ার নিয়ে আমি এখন পর্যন্ত রাইড করেছি মোট ৫০০০ কিলোমিটার। আপনাদের সাথে পুর্বে আমি আমার ব্যবহৃত পিছনের টায়ার নিয়ে মতামত শেয়ার করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বাইকের সামনের চাকা কেমন পারফরমেন্স দিচ্ছে।

গ্রিপিং
গ্রিপিং এর দিক দিয়ে সামনের চাকা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে কারণ সামনের চাকার গ্রিপ খারাপ হছে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। আমি এই টায়ারটি রাইড করে দেখেছি যে এর সামনের চাকার গ্রিপিং অনেক ভালো মনে হয়েছে আমার কাছে।

ব্রেকিং
ব্রেকিং এর দিক দিয়েও বলতে গেলে টায়ারটি ভালো ফিডব্যাক দিতে সক্ষম। সামনের টায়ার নিয়ে ব্রেকিং এর দিক থেকে সমস্যায় পড়তে হয় কর্নারিং এর ক্ষেত্রে কিন্তু আমি হাই স্পীড বা লো স্পীড কর্নারিং এ ব্রেকিং এর দিক থেকে বড় কোন সমস্যা লক্ষ্য করিনি ,তবে ভেজা ও কাদাযুক্ত রাস্তায় সাবধান থাকবেন।

ব্যাল্যান্স ও স্টাবিলিটি
আমার কাছে ব্যাল্যান্স ও স্টাবিলিটির দিক থেকে টায়ারটা অনেক ভালো মনে হয়েছে কারণ এর সামনের দিকে মোটা টায়ার ব্যবহার করা হয়েছে যা খুব ভালো ফিডব্যাক দেয়। এদিকে মোটা চাকা থাকার কারনে ব্যাল্যান্স নিয়ে আমার তেমন কোন সমস্যা পড়তে হয় না।

স্থায়িত্ব
যেহেতু এটা নামকরা কোম্পানীর একটি টায়ার তাই আমি স্থায়িত্বের দিক থেকে অনেকটাই আশাবাদী। কারণ আমি দেখেছি যে MRF টায়ার যারা ব্যবহার করে তারা দীর্ঘদিন একটা ভালো সাপোর্ট পায় এবং সবাই কম বেশি সন্তুষ্ট।

এই ছিলো আমার ব্যবহার করা MRF Zapper 100/80-17 52P NGP ZFX TL টায়ার নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা। সবাইকে ধন্যবাদ ।

More Reviews On

MRF Zapper 1008017 52P NGP ZFX TL User Review by Firoz-1688638884.jpg
MRF Zapper 100/80-17 52P NGP ZFX TL ব্যবহার অভিজ্ঞতা – ফিরোজ
2023-07-06

আমার ব্যবহৃত বাইক Hero Thriller 160 এর সাথে স্টক টায়ার হিসেবে সামনের টায়ারে রয়েছে MRF Zapper 10080-17 52P NGP ZFX TL। এই টায়ার নিয়ে আমি এখন পর্য...

Bangla English
MRF Zapper 8010017 user review by Mahmud-1683528447.jpg
MRF Zapper 80100-17 ব্যবহার অভিজ্ঞতা – মাহমুদ
2023-05-08

সামনের টায়ার যে কোন বাইকের জন্য খুবই গুরুত্বপুর্ন সেজন্য সকলের উচিত সামনের টায়ারটা ভালো মানের ব্যবহার করা। আমি...

Bangla English
MRF Nylogrip Zapper FG 110.70.11-1670732320.jpg
MRF Nylogrip Zapper FG 110/70-11 ফিচারস রিভিউ
2022-12-11

MRF তাদের এই Nylogrip Zapper FG সিরিজে বেশ কিছু টায়ার রেখেছে। Nylogrip Zapper FG সিরিজটা MRF এর কাছে খুবই গুরুত্বপুর্ন একটি সিরিজ কারণ এটা ...

Bangla English