আমি আপনাদের সাথে আমার বাইকের পেছনের টায়ার নিয়ে মতামত শেয়ার করেছি। আজ করতে যাচ্ছি আমার বাইকের সামনের টায়ার নিয়ে। সামনের টায়ার ও পেছনের টায়ার আমি এক সাথে ক্রয় করেছি । আমার বাইকের সামনের টায়ার হিসেবে আছে MRF Steel Brace 110/70ZR 17 MC 54W ।
সামনের টায়ার হিসেবে আমার কাছে গ্রিপিং টা অনেক গুরুত্বপুর্ন তাই আমি গ্রিপিং এর দিকে বিশেষ নজর দিয়ে টায়ারটাব কিনেছি , শীতকালে বা গ্রীষ্মকালে টায়ারটা খুব ভালো পারফরমেন্স দিলেও বৃস্টি ভেজা রাস্তায় অনেক খারাপ পারফরমেন্স দেয়। আমার কাছে টায়ারটার গ্রিপিং বর্ষাকালে খুব একটা বেশি ভালো লাগেনি।
কর্নারিং এর দিক থেকে আমার কাছে এটা ভালো মনে হয়েছে এবং সাইজ বেশি হওয়ার কারণে কর্নারিং করে অনেক শান্তি পাই এবং আমি নির্দ্বিধায় কর্নারিং করতে পারি।
ব্রেকিং নিয়ে কোন ইস্যু নাই আমার কাছে, ভেজা রাস্তায় শুধুমাত্র একটু সমস্যা করে । তাছাড়া অন্যান্য রাস্তায় আমার কাছে ব্রেকিং একদম পারফেক্ট মনে হয়েছে।
ভালো খারাপ সব মিলিয়ে আমার কাছে দাম হিসেবে টায়ারটা ভালো ও অনেক টেকসই মনে হয়েছে। আপনারা যারা এই টায়ারটা কিনতে চান তাদের কাছে পরামর্শ থাকবে যে , যদি দেখেন আপনার বাইকের রিমের সাথে ম্যাচ করছে তাহলে নিতে পারেন কারণ এটা একটু বড় সাইজের টায়ার।