MRF Steel Brace 110/70ZR 17 MC 54W টায়ার ব্যবহার অভিজ্ঞতা – জুয়েল

English Version
calender 2024-10-05

MRF Steel Brace 110/70ZR 17 MC 54W টায়ার ব্যবহার অভিজ্ঞতা – জুয়েল

Review Disclaimer Bn

MRF Steel Brace 11070ZR 17 MC 54W Tire User Review by  Jewel-1728108873.jpg

আমি আপনাদের সাথে আমার বাইকের সাথে ব্যবহার করা পেছনের টায়ার নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাইকের সাথে ব্যবহার করা সামনের টায়ার নিয়ে। এই টায়ারটা আমি ৪ হাজার কিমি রাইড করেছি এবং রাইড করে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে আজকে এই টায়ারের ব্যবহার অভিজ্ঞতা শেয়ার করবো ।

সামনের টায়ার হিসেবে গ্রিপিং সিস্টেমটা অনেক গুরুত্বপুর্ন তাই আমি সব সময় প্রাধান্য দিই সামনের টায়ারের গ্রিপিং কে কারণ এটা প্রধান জিনিস গ্রিপিং এর জন্য। আমার কাছে সামনের টায়ার হিসেবে MRF Steel Brace 110/70ZR 17 MC 54W টায়ারটা অনেক ভালো লেগেছে এবং এটা নিয়ে আমি অনেক ভালোভাবে রাইড করতে পারি।

ব্রেকিং এর দিক থেকেও ভালো একটা সাপোর্ট পাচ্ছি এবং আমি দেখলাম যে সামনে চাকায় এই টায়ার ইন্সটল করার পর ব্রেকিং এর দিক থেকে আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে । মোটা হওয়ার কারণে স্কীডের প্রবনতা অনেক কমেছে এবং আমি চাইলে স্বাছন্দ্যে রাইড করতে পারি।

এই টায়ার নিয়ে সমস্যা একটাই সেটা হল যে , টায়ারটা কাদাযুক্ত রাস্তায় ভালো পারফরমেন্স দেয় না ফলে এই সকল রাস্তায় একটু সাবধানে রাইড করতে হয়। সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে এই টায়ারটা , আপনারা চাইলে এই টায়ারটা নিতে পারেন। ধন্যবাদ।

More Reviews On MRF Steel Brace 110/70ZR 17 MC 54W

MRF Steel Brace 11070ZR 17 MC 54W Tire User Review by  Jewel-1728108907.jpg
MRF Steel Brace 110/70ZR 17 MC 54W টায়ার ব্যবহার অভিজ্ঞতা – জুয়েল
2024-10-05

আমি আপনাদের সাথে আমার বাইকের সাথে ব্যবহার করা পেছনের টায়ার নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, আজকে আমি আপনাদের সাথে ...

Bangla English
MRF Steel Brace 11070ZR 17 MC 54W Tire User Review by  Raju web-1727340749.jpg
MRF Steel Brace 110/70ZR 17 MC 54W টায়ার ব্যবহার অভিজ্ঞতা – রাজু
2024-09-26

আমি আপনাদের সাথে আমার বাইকের পেছনের টায়ার নিয়ে মতামত শেয়ার করেছি। আজ করতে যাচ্ছি আমার বাইকের সামনের টায়ার নিয়ে...

Bangla English

Featured Reviews