
টায়ার একটি বাইকের অবিচ্ছেদ্য অংশ । আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বাইকগুলো ব্যবহার করে থাকি তার সেই বাইকের ব্রেক, ব্যালেন্স, স্পীড প্রায় সব কিছুই এই টায়ার এর উপর নির্ভরশীল। এক কথায় বলতে গেলে টায়ার ছাড়া একটি মোটরসাইকেল প্রায় অচল। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করবো MRF এর Revz C2 150/60-17 66S টায়ারটি নিয়ে , আশা করি আপনারা এই টায়ার সম্পর্কে ভাল ধারণা লাভ করতে পারবেন ।
MRF টায়ার জগতে একটি বিশ্বস্ত নাম এবং তারা বাংলাদেশের বাজারে অনেক আগে থেকেই তাদের গুনগত মানসম্পন্ন টায়ার সরবরাহ করে আসছে। দেশের বাজারে তাদের একমাত্র পরিবেশক হচ্ছে রয়েল এন্টারপ্রাইজ। আমরা নিম্নে এই টায়ারের ফিচারস এবং সুবিধা ও অসুবিধা আপনাদের সামনে তুলে ধরবো।
MRF Revz C2 150/60-17 66S মুলত একটি রেডিয়াল টায়ার । রেডিয়াল টায়ার কি সেটা একটু আপনাদের সংক্ষেপে বলি।
একটা টায়ার কিন্তু শুধু রাবার দিয়ে তৈরি হয় না টায়ারের ভেতরে বিভিন্ন আলাদা কিছু মেটারিয়ালস বা উপদান থাকে। তার মধ্যে একটা লেয়ারে এক ধরনের সুতো দিয়ে কাপড়ের মত থাকে যেটিকে প্লায় বলা হয়। এরেই প্লায়ের গঠনটা তীর যোগ হয় মানে এর সূতাটা তীর যোগ ভাবে বোনা থাকে এবং সম্পূর্ণ টায়ার স্পেলিং সমান হয় মানে টায়ারটা সব দিক থেকে একই রকম শক্ত হয় কিন্তু রেডিয়াল টায়ারে এটা নয় রেডিয়াল টায়ারের এই সুতোগুলো বোনা টা ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলের হয়। আর দায়েরের টাউনের ডাবল লেয়ার থাকে এবং সাইড লেয়ারে সিঙ্গেল লেয়ার থাকে । অর্থাৎ টায়ারের উপরের অংশটা মানে যে অংশটা মাটির সঙ্গে স্পর্শ করে থাকে সে অংশটাই ডাবল লেয়ার থাকে।
এবার বলি এই কিছু ফিচারস নিয়ে,
এই MRF Revz C2 150/60-17 66S টায়ারের সাইজ হচ্ছে 150/60-17 66S। টায়ারটি সম্পুর্ন্রুপে একটি টিউবলেস টায়ার , এর Load Index Rating আছে 66 Aspect Ratio আছে 60 তে Rim Diameter আছে ১৭ Speed Symbol আছে S .।
এই টায়ারের সুবিধাসমুহ
• হাইওয়েতে অনেক কার্যকরী একটি টায়ার।
• কর্নারিং রেশিও অনেক ভালো এবং হাই স্পীডেও ভালো কর্নারিং করা যায়।
• হাই স্পীডে বাইকের ব্যালেন্স স্টাবল রাখতে সাহায্য করে ।
এই বার বলি অসুবিধা সমূহ
• এটা অফ রোডিং এর জন্য মোটেও ভালো টায়ার না।
• ভেজা রাস্তায় পারফরমেন্স একটু কম পাওয়া যায়, ( বাইকের ক্ষেত্রে)
এই ছিলো আজকে MRF Revz C2 150/60-17 66S টায়ার এর কিছু বৈশিষ্ট্য এবং সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা। আশা করি আপনারা এই টায়ার সম্পর্কে সুস্পষ্ট একটি ধারনা পেয়েছেন ।