আজ আমি আপনাদের সাথে আমার বাইকের পেছনের টায়ার সম্পর্কে কিছু মতামত শেয়ার করবো। আমি বাইক রাইড করতে বেশ পছন্দ করি এবং নিয়মিত রাইড করি।বাইক রাইডের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করি MRF Tyre। আকস্মিক দুর্ঘটনার হাত থেকে MRF Tyre অনেক কার্যকারী ভুমিকা পালন করে। আমি এখন পর্যন্ত ২৫০০০ কলোমিটার রাইড করেছি এই টায়ার নিয়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়নি।
বাইকে এবিএস থাকার কারণে টায়ারের গ্রিপিং এবং কর্নারিং মিলিয়ে টায়ারে ভালো ব্রেকিং সাপোর্ট দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। সেই সাথে হাইস্পীডে টায়ারের কর্নারিং খুব ভালো ভাবে করা যায় । ব্রেকিং এবং গ্রিপিং নিয়ে এখন পর্যন্ত কোন বেগ পেতে হয়নি ।
কাঁদাযুক্ত রাস্তায় আমি MRF Tyre নিয়ে রাইড করেছি কোন ধরনের সমস্যা পায়নি খুব ভালো ভাবে সাপোর্ট দিয়েছে শুকনা রাস্তার পাশাপাশি আমার কাছে MRF Tyre সেরা মনে হয়েছে।
টায়ারের স্থায়িত্ব আমার কাছে ভালো মনে হয়েছে দুই বছরের ও বেশি সময় ধরে রাইড করেছি। ব্যাক্তি গত কারনে বাইক রাইড করা হয়নি মাঝে টায়ারের টেম্পার কম মনে হয়েছে।
তাছাড়া সব মিলিয়ে আমার কাছে MRF Nylogrip Zapper-S1 140/70-17 66S বেস্ট মনে হয়েছে দীর্ঘদিন ভালো মানের সাপোর্ট দিয়েছে । তাই আপনারা যারা এই টায়ারটি ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে নির্দ্বিধায় এটি ক্রয় করতে পারেন। ধন্যবাদ।