আমি আপনাদের সাথে আমার পেছনের টায়ার নিয়ে মতামত শেয়ার করেছিলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বাইকের সামনের টায়ার নিয়ে যেটা স্টক টায়ার হিসেবে আমার বাইকের সাথে এসেছে। এই টায়ারটি আমি পেছনের টায়ারের মতই ৫ হাজার কিমি রাইড করেছি , যেহেতু আমি পেছনের টায়ার নিয়ে আমার মতামত আপনাদের সাথে শেয়ার করেছি তাই ভাবলাম আপনাদের সাথে সামনের টায়ার নিয়েও কিছু অভিমত শেয়ার করা যাক। তাহলে চলুন এক নজরে আমার সামনের টায়ারের ভালো মন্দ দিক দেখে নেওয়া যাক।
সামনের টায়ারের জন্য গ্রিপিংটা একটু বেশি দরকার এবং আমার এই টায়ারটার গ্রিপিং ৫ হাজার কিমি রাইড করে অনেক ভালো লেগেছে এবং আমি এই টায়ারের ভালো গ্রিপিং এর জন্য রাইড করে অনেক স্বাছন্দ্যবোধ করি।
একইভাবে ভাল মানের গ্রিপিং সিস্টেম থাকার কারণে ব্রেকিং এর দিক থেকেও আমি খুব ভালো সাপোর্ট পাচ্ছি। আমি হাই স্পীড কর্নারিং বা লো স্পীড কর্নারিং খুব ভালোভাবে করতে পারি । এদিকে এবিএস থাকার কারণে ব্রেকিং ও টায়ারের গ্রিপিং এর থেকে আরও ভালো একটা সাপোর্ট পাচ্ছি।
ভেজা রাস্তায় অনেক ভালো ফিডব্যাক প্রদান করে এবং আমি ভেজা রাস্তায় অনেকক্ষণ ধরে রাইড করেছি ও ভালো ফিডব্যাক পেয়েছি কিন্তু কাদাযুক্ত রাস্তায় আমি ভালো ফিডব্যাক পাইনি অবশ্য এটা অন রোড টায়ার তাই অফরোডের কথা চিন্তা করলে হবে না।
সব মিলিয়ে সামনের টায়ার হিসেবে দারুন একটা টায়ার হল এই MRF Nylogrip Zapper FX-1 100/80-17, তাই আপনারা যারা এই টায়ারটি কিনতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে নির্দ্বিধায় এটি ক্রয় করতে পারেন। ধন্যবাদ।