প্রায় দুই বছরের বেশি সময় ধরে yamaha R15 v3 বাইকটি রাইড করে যাচ্ছি ।এর আগে আমি আপনাদের সাথে বাইকের পেছনের টায়ার নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি । তাই আজ আমি আপনাদের সাথে বাইকের সামনের টায়ার MRF Nylogrip Zapper FX-1 100/80-17 নিয়ে কিছু তথ্য শেয়ার করবো।
বাইক ক্রয় করার পর থেকে ব্যবহার করছি MRF Tyre যা রাইডার এবং বাইকের নিরাপদ ভ্রমন নিশিত করে। সেই সাথে টায়ারের লং লাস্টিং পারফরমেন্স রাইডারকে আরও উৎসাহ যোগায় । টায়ারের ব্রেকিং ব্যালেন্স অনেক ভালো মনে হয়েছে । বেশিরভাগ সময় আমি সিটিতে রাইড বেশি করি সেই ক্ষেত্রে আমকে বেশি ব্রেক করতে হয় আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে এখন পর্যন্ত।
টায়ারের গ্রিপ ভালো হওয়ায় অফ রোডে ভালো ব্যালেন্স করে এবং সহজে স্লিপ করে না। টায়ারের গ্রিপ এবং ব্রেকিং ব্যালেন্স এর থেকেও ভালো মনে হয়েছে টায়ারের কর্নারিং হাই স্পীড এবং লো স্পীডে কর্নারিং যথাযথ ভাবে করা যায় যা আমার কাছে ভালো মনে হয়েছে।
টায়ারের স্থায়িত্ব নিয়ে কোন সমস্যা পাইনি আগেই শেয়ার করেছিলাম দীর্ঘদিন রাইড না করার কারনে টেম্পার লো হয়েছে । তাছারা টায়ারের স্থায়িত্বকে ১০ এ ১০ দিবো । দুই বছরের ও বেশি সময় ধরে ২৫০০০ কিলোমিটার রাইড করেছি । এখনও ভালো সাপোর্ট দিচ্ছে টায়ার।
এই ছিল আমার টায়ার নিয়ে অভিজ্ঞতা টায়ার ক্রয় এর ক্ষেত্রে সহয়তা করবে বলে মনে করি। আরও বেশি রাইড করলে আরও বেশি অভিজ্ঞতা হবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো । ধন্যবাদ সবাইকে