আমি পেছনের টায়ার নিয়ে আপনাদের সাথে আমার মতামত শেয়ার করেছি, আজকে আমার বাইকের সাথে স্টক হিসেবে পাওয়া সামনের টায়ার নিয়ে ভালো মন্দ দিক আপনাদের সাথে শেয়ার করবো। আমি বাইক নিয়ে একটু ঘুরতে বেশি পছন্দ করি যার ফলে যখন আমি সময় পাই তখন বাইক নিয়ে ছুটে বেড়ায়। বাইক নিয়ে চলাচল করতে গিয়ে আমি দেখলাম যে , এর সাথে যে টায়ারগুলো রয়েছে সেগুলো অনেক ভাল পারফরমেন্স দিচ্ছে এবং আমি এর থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি। যে সকল বিষয় আমার সামনের এসেছে সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
গ্রিপিং সিস্টেম সামনের টায়ার হিসেবে অনেক ভালো মনে হয়েছে কারণ উন্নতমানের থ্রেড প্যাটার্ন নিশ্চিত করে ভেজা ও শুকনো রাস্তায় ভালো গ্রিপ। এদিকে আমি লক্ষ্য করে দেখলাম যে সামনের টায়ার হিসেবে এই টায়ার যথেষ্ট ভাল পারফরমেন্স এর দিক দিয়ে।
এই টায়ারের আরেকটি ভাল দিক আমি লক্ষ্য করে দেখলাম যে এর যে ওয়াটার চ্যানেলিং সিস্টেম সেটা অনেক ভালো এবং ভেজা রাস্তায় রাইড করলে টায়ারের সাথে অতিরিক্ত কোন পানি থাকে না। এর কারনে ভেজা রাস্তায় রাইড করেও আমি অনেক আত্মবিশ্বাস পাই।
টায়ার এখন পর্যন্ত আমি রাইড করেছি ৯০০০ কিমি এবং এই রাইডে আমার কাছে লক্ষ্যনীয় তেমন ক্ষয় মনে হয়নি। আমার মনে হয় এই টায়ারের সাথে উন্নতমানের কাঁচামাল কোম্পানী ব্যবহার করেছে যার কারণ ক্ষয় এর পরিমান অনেক কম।
সব মিলিয়ে আমার কাছে MRF এর এই টায়ার অনেক ভালো লেগেছে এবং আমি বলবো যে আপনারাও এই টায়ারটা ব্যবহার করে দেখতে পারেন । ধন্যবাদ।