MRF NYLOGRIP ZAPPER 120/70-14 ফিচারস রিভিউ

English Version
calender 2022-12-10

MRF NYLOGRIP ZAPPER 120/70-14 ফিচারস রিভিউ

MRF Nylogrip Zapper 12070.14-1670667165.jpg


MRF Nylogrip Zapper প্রস্তুতকারকের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সিরিজ কারণ Nylogrip Zapper ভেজা রাস্তা বা আবহাওয়ায় খুব সুন্দর পারফরম কতে সক্ষম। এই টায়ারের ডিপ থ্রেড এবং খাঁজের জন্য ভেজা রাস্তায় রাইডের সময় পানিকে চ্যানেলের মাধ্যেম বের করে দেয়। MRF Nylogrip Zapper সিরিজ ভেজা এবং শুকনো রাস্তায় খুব ভালো ফিডব্যাক প্রদান করে থাকে। আজকে আমরা কথা বলবো এই MRF Nylogrip Zapper সিরিজের একটি টায়ার নিয়ে যার নাম MRF NYLOGRIP ZAPPER 120/70-14। চলুন তাহলে দেখে নিই এই টায়ারের মধ্যে কি কি ফিচারস রয়েছে।

Dry and wet gripping ability of high level-1670667187.jpg

উচ্চ মানের ড্রাই এবং ওয়েট গ্রিপিং সিস্টেম।
আমরা এই রিভিউ এর শুরুতে উল্লেখ করেছিলাম যে MRF Nylogrip Zapper সিরিজের টায়ারগুলো ভেজা ও শুকনো রাস্তা ভালো ফিডব্যাক দিতে সক্ষম তাই MRF NYLOGRIP ZAPPER 120/70-14 এর গ্রিপিং সিস্টেম অবশ্যই ভেজা ও শুকনো রাস্তায় রাইডারকে ভালো ফিডব্যাক দিবে। আমাদের বাংলাদেশের মত আবহাওয়ার জন্য এই টায়ার খুবই কার্যকর।

Better Stability-1670667213.jpg

বেটার স্টাবিলিটি
এই টায়ারের গ্রিপিং সিস্টেম , টায়ার সাইজ সব মিলিয়ে যে কোন স্পীডে ভাল স্টাবিলিটি দিতে সক্ষম। ডিরেকশনাল প্যাটার্নও এক্ষেত্রে ভাল ভুমিকা রাখে কারণ জ্যামিতিক স্টাইলযুক্ত দিকনির্দেশক থ্রেড প্যাটার্ন টায়ারের স্টাবিলিটির কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। ডিরেকশলান প্যাটার্ন উচ্চ গতিতে ভালো ফিডব্যাক দেয় এবং বেশিরভাগ রেস এবং স্পোর্টস বাইকে এই প্যাটার্ন দেখা যায়।

Round Profile-1670667243.jpg

রাউন্ড প্রফাইল
রাউন্ড প্রোফাইল টায়ারের কর্নারিং এর জন্য খুবই গুরুত্ব বহন করে। একটি টায়ার থেকে বেটার কর্নারিং পাওয়ার জন্য রাউন্ড প্রফাইল থাকা আবশ্যক। রাউন্ড টায়ারগুলি অনেক সামঞ্জস্যপূর্ণ কর্নারিং ফোর্স এবং ট্র্যাকশন সরবরাহ করে।

Sticky Compound-1670667265.jpg

স্টিকি কম্পাউন্ড
স্টিকি কম্পাউন্ড চওড়া রেঞ্জের রাস্তার উপরিভাগের সাথে ভালো সামঞ্জস্য রেখে গ্রিপিং উন্নত করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ফিডব্যাক প্রদান করে। এদিকে এই স্টিকি কম্পাউন্ড টায়ারের ট্রাকশন স্পীন কমিয়ে টায়ার দীর্ঘস্থায়ী করতে সহায়তা করে ।

এবার আসুন দেখে নিই কোন কোন বাইকের জন্য এই টায়ার তৈরি করা হয়েছে।
MRF NYLOGRIP ZAPPER 120/70-14 মুলত স্কুটার সেগমেন্টের বাইকগুলোর জন্য তৈরি করা হয়েছে । আমাদের দেশের বাজারে Aprila SR 150 স্কুটারের হুইল সাইজ অনুযায়ী এই টায়ার একদম প্রযোজ্য। এছাড়াও যে সকল স্কুটার বা বাইকের হুইল সাইজ ১৪ ইঞ্চি রয়েছে সেগুলোর ক্ষেত্রেও এই টায়ার কার্যকর।
MRF NYLOGRIP ZAPPER 120/70-14 টায়ারের দাম ৩,৮০০ টাকা মাত্র। দেশের সকল MRF এর অথোরাইজড ডিলার পয়েন্ট থেকে এই টায়ার কিনতে পারবেন।
এক নজরে সকল অথোরাইজড ডিলার পয়েন্ট দেখতে ক্লিক করুন।

More Reviews On MRF Nylogrip Zapper 120/70-14 M/C 55P

MRF Nylogrip Zapper 12070.14-1670667563.jpg
MRF NYLOGRIP ZAPPER 120/70-14 ফিচারস রিভিউ
2022-12-10

MRF Nylogrip Zapper প্রস্তুতকারকের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সিরিজ কারণ Nylogrip Zapper ভেজা রাস্তা বা আবহাওয়ায় খুব সুন্দর পারফরম ...

Bangla English