MRF MOGRIP METEOR 90/90-12 কিছু স্পেশাল ফিচারস

English Version
calender 2022-12-28

MRF MOGRIP METEOR 90/90-12 কিছু স্পেশাল ফিচারস

main-1672225258.jpg

MRF MOGRIP METEOR সিরিজের টায়ারগুলো সেগ্মেন্টের উপর ভিত্তি করে বিভিন্ন স্কুটার এবং বাইকের সাথে ব্যাবহার করা যায়। MoGrip Meteor টায়ারগুলোর এগ্রেসিভ ব্লক ডিজাইন এবং ডিরেকশোনাল ট্রেড প্যাটার্নে চমৎকার অন/অফ রোড রাইডিংয়ে বেশ ভাল পারফর্ম করে থাকে। টায়ারগুলো ভেজা রাস্তাতেও বেশ ভাল গ্রিপ দিয়ে থাকে। যেসকল রাইডার অজানা রাস্তায় যেতে, পাহাড়ে ভ্রমণ করতে এবং ওটারফল রাইডিং পছন্দ করেন তারা এই টায়ারগুলির ব্যাবহার করতে পারেন। MoGrip Meteor মোট ৭টি সাইজে পাওয়া যায় এবং 90/90-12 স্কুটারের জন্য তৈরি। বর্তমান সময়ে স্কুটার প্রেমীদেরও থ্রিল পচ্ছন্দ, এবং বাইক কোম্পানিগুলো এই বিষয়ে সচেতন। আর তাই এমআরএফ তাদের ব্যবহারকারীদের কথা চিন্তা করে বিভিন্ন ধরণের স্কুটারের জন্য এই স্টাইলিশ এবং এগ্রেসিভ টায়ার বাজারে নিয়ে এসেছে। Mogrip টায়ারগুলোর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি সকল টায়ারের জন্য একই হয়ে থাকে এজন্য স্কুটারের ক্ষেত্রে কোন পরিবর্তন দেখা যায় যায় শুধু মাত্র সাইজ ছাড়া। OEM ফিটমেন্ট এবং স্পেয়ার টায়ার হিসেবে এই টায়ার ব্যাবহার করা যেতে পারে। চলুন জেনে নেই এই টায়ারের যেই ফিচারগুলোর কথা এতক্ষন বলা হচ্ছে সেগুলোর বিস্তারিত।

MRF MOGRIP METEOR 90/90-12 কিছু স্পেশাল ফিচারসঃ

Aggressive block design with Durability-1672225650.jpg

Aggressive block design with Durability:
Metor M 90/90-12 নিশ্চিত করে যে ব্যবহারকারীরা দীর্ঘ সময়ের জন্য সর্বোত্তম পারফর্মেন্স যেন পান এবং সেই কারণেই এই টায়ারগুলো অত্যাধুনিক কম্পিউটার জেনারেটেড অ্যাগ্রেসিভ ব্লক ডিজাইনের সাথে তৈরি করা হয়। দীর্ঘস্থায়ী রাবার ম্যাটেরিয়াল নিশ্চিত করে যে এই টায়ারগুলি যেকন রাস্তায় সর্বোত্তম পারফর্মেন্স যে দিতে পারে এবং টেকসই হয়।

Directional Block Pattern-1672225671.jpg

Directional Block Pattern:
ডিরেকশোনাল ব্লক প্যাটার্ন ভাল ব্রেকিং নিশ্চিত করে এবং ভাল স্টেবিলিটি দিতে পারে। মুলত, এই ডিরেকশোনাল ব্লক প্যাটার্নটি কিছুটা গানিতিক প্রযুক্তি নির্ভর থ্রেড প্যাটার্ন, যা রাস্তায় চলার সময় টায়ারকে দুর্দান্ত গ্রিপ রাখতে সাহায্য করে, এবং অফ রোডে ভাল পারফর্ম করে থাকে। উচ্চ-গতির কর্নারিংয়ে এবং ভাঙ্গাচুরা রাস্তার জন্য এগুলো পার্ফেক্ট। ভেজা রাস্তাতে METEOR 90/90-12 ব্যবহারকারীরা তাদের স্কুটারের জন্য এই সুবিধাগুলো বেশ ভাল্ভাবেই বুঝতে পারবেন।

Better stability and Excellent on off road application-1672225745.jpg

Better stability and Excellent on off road application:
MRF Mogrip Metor M 90/90-12 যেকোন ধরণের রাস্তায় স্টেবিলিটি এবং কমফোর্ট নিশ্চিত করে। স্কুটার রাইডারদের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ স্কুটার ছোট হুইলবেস এবং রিমের উপর নির্ভর করে রাস্তায় চলাচল করে। প্রযুক্তি এবং টায়ার ট্রেডের উপর ভিত্তি করে Mogrip টায়ারগুলি ভাল পারফরমেন্স দিবে, এমনকি ভেজা রাস্তায়ও টায়ারের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে, এটিকে go anywhere tyres টায়ার বলার এটি একটি বড় কারণ।

MRF Mogrip Metor M 90/90-12 এর বডি ডাইমেনশন:

প্রস্থ
Metor M 90/90-12 - ৯০ মিমি ক্রস সেকশন প্রস্থ নিয়ে গঠিত।

এস্পেক্ট রেশিওঃ
যেহেতু স্কুটার তাই এর এস্পেক্ট রেশিও একই ৯০। এটি সাইডওয়ালের উচ্চতার সাথে ক্রস-সেকশনের প্রস্থের অনুপাত মিলিয়ে পরিমাপ করা হয়।

রিম ডায়ামিটারঃ
১২ ইঞ্চি, রিম ডায়ামিটার বলতে রিমের পুরো সাইজ বোঝায় যেখানে টায়ারটি ফিট করার জন্য ডিজাইন করা হয়েছে।

কন্সট্রাকশনঃ
এই স্কুটার ট্যারের কন্সট্রাকশন টাইপ R, এর অর্থ হল রেডিয়াল-প্লাই।

শেষ কথাঃ
MRF Mogrip Metor M 90/90-12 Yamaha, TVS, Hero, Honda, Mahindra-এই সকল ব্রান্ডের তৈরি স্কুটারগুলির জন্য ব্যবহার করা যেতে পারে এবং কিছু উল্লেখযোগ্য মডেল হচ্ছে Wego, Jupiter, Aviator, Gusto, Maestro, Activa 125 এবং অন্যান্য ১২ ইঞ্চি হুইল সংযুক্ত যেকোন মডেলেই ব্যাবহার করা যাবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই টায়ারগুলি রয়্যাল এন্টারপ্রাইজ দ্বারা বাজারে নিয়ে আসা হয়ে থাকে এবং সর্বশেষ দাম জানতে ভিজিট করে এই লিংকে।

More Reviews On MRF Mogrip Meteor-M 90/90-12 54J

main-1672226085.jpg
MRF MOGRIP METEOR 90/90-12 কিছু স্পেশাল ফিচারস
2022-12-28

MRF MOGRIP METEOR সিরিজের টায়ারগুলো সেগ্মেন্টের উপর ভিত্তি করে বিভিন্ন স্কুটার এবং বাইকের সাথে ব্যাবহার করা যায়। MoGrip Meteor ট...

Bangla English
MRF Mogrip Metor M 90-90-12-1669030964.jpg
MRF Mogrip Metor M 90/90-12 ফিচার রিভিউ
2022-11-21

টায়ার একটি যানবাহনের জন্য খুবই গুরুত্বপুর্ন একটি জিনিস। আমরা যারা বাইক রাইড করি তাদের জন্য টায়ার মুখ্য একটি বিষয়...

Bangla English