দেশের স্বনামধন্য MRF ও Motorex সরবরাহকারী প্রতিষ্ঠান Royal Enterprise নিয়ে এলো “Eid Mubarak Photo Contest-2024” । এই Photo Contest এর মাধ্যমে আপনি জিতে নিতে পারেন MRF Tyres Bangladesh- Royal Enterprise এর পক্ষ্য থেকে প্রিমিয়াম Masseter Tyre উপহার। এজন্য আপনাকে আপনার প্রিয় বাইকের সাথে থাকা MRF tyre সহ আপনার পছন্দের সব থেকে সুন্দর ছবি MRF Tyres Bangladesh- Royal Enterprise এর অফিশিয়াল ফেইসবুক পেইজে দেওয়া পোস্টের কমেন্ট সেকশনে শেয়ার করে মেনশন করতে হবে আপনার পরিচিতদের।
Photo Contest এর বিজয়ীরা পাচ্ছেনঃ
প্রথম পুরষ্কারঃ ১ জোড়া যেকোন সাইজের Masseter Tyre
দ্বিতীয় পুরষ্কারঃ ৫০% ডিস্কাউন্ট -১ জোড়া যেকোন সাইজের Masseter Tyre
তৃতীয় পুরষ্কারঃ ২৫% ডিস্কাউন্ট -১ জোড়া যেকোন সাইজের Masseter Tyre
চতুর্থ পুরষ্কারঃ ২০% ডিস্কাউন্ট -১ জোড়া যেকোন সাইজের Masseter Tyre
পঞ্চম পুরষ্কারঃ ১০% ডিস্কাউন্ট -১ জোড়া যেকোন সাইজের Masseter Tyre
বিঃদ্রঃ টায়ারের সমপরিমান কোন ধরনের নগদ অর্থ প্রদান করা হবে না।
Photo Contest এর নিয়মাবলী
Photo Contest টি চলবে ১১ই জুন, ২০২৪ পর্যন্ত চলবে।
*এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, এই পোস্টের কমেন্টে আপানার বাইকের সাথে থাকা MRF টায়ারসহ একটি সুন্দর ছবি শেয়ার করুন এবং মেনশন করুন আপনার পরিচিতদের।
*অংশগ্রহনকারীদের অবশ্যই উক্ত পোস্ট শেয়ার করতে হবে নিজের টাইম লাইনে। প্রোফাইল লক থাকলে কাউন্ট করা হবে না।
*বিজয়ী নির্ধারন হবে সবথেকে বেশি মেনশন এবং কমেন্টে থাকা রিয়েক্টের ভিত্তিতে।
*বাইকের টায়ারটি অবশ্যই MRF হতে হবে এবং ছবিতে স্পষ্ট থাকতে হবে।
*হেলমেটসহ ছবি হতে হবে
*যেকোন ধরনের অটো-লাইক, প্রমোশনাল লাইক, এবং অপ্রাকৃত লাইক প্রতিযোগিতার জন্য অবৈধ বলে বিবেচিত হবে।
*বিদেশী বা বিভ্রান্তিকর নামের কোনো ফেসবুক আইডি থেকে অংশগ্রহণের অনুমতি নেই।
MRF Tyres Bangladesh- Royal Enterprise পেইজে কর্তৃপক্ষ এই ক্যাম্পেইনে যেকোনো সংযুক্তি, বাতিল এবং পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
তাই আর দেরি না করে দ্রুত আপনার ছবি শেয়ার করে লুফে নিন আকর্ষণীয় সব উপহার।
Total view: 295