
টায়ার হলো মোটরসাইকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি। একমাত্র এই অংশটিই সরাসরি রাস্তাকে স্পর্শ করে। বাংলাদেশের রাস্তার অবস্থা বিবেচনায় নিলে টায়ারের গুরুত্ব আরোও বেড়ে যায়। কোয়ালিটি টায়ার যে কোন ধরনের দুর্ঘটনার সম্ভাবনা অনেকখানি হ্রাস করতে পারে। আপনি যে ধরনের বাইকই চালান না কেন ভালো মানের টায়ার ব্যবহার ছাড়া কখনোই আপনি কমফোর্টেবিলিটি পাবেন না। এ জন্য টায়ার কেনার আগে সচেতন হওয়া প্রয়োজন। এখন প্রশ্ন থাকতে পারে আপনার বাইকের জন্য কোন ব্র্যান্ডের টায়ার কিনবেন। সাধারণভাবে, পরিচিত ব্র্যান্ডের টায়ার কেনাই সব চেয়ে ভালো। বাংলাদেশের বাজারে সবচেয়ে জনপ্রিয় টায়ার ব্র্যান্ডগুলো হলো:
MRF
মাদ্রাজ রাবার ফ্যাক্টরি সংক্ষেপে MRF একটি ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল টায়ার কোম্পানি যার হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত। এটা ইন্ডিয়ান সাব-কন্টিনেন্টে সবচেয়ে বড় টায়ার প্রস্তুতকারক। এর টায়ারগুলোর রিজনেবল প্রাইস, কমফোর্টেবিলিটি এবং ডিউরাবিলিটির জন্য এটি বাংলাদেশী মার্কেটে শক্ত অবস্থান দখল করতে পেরেছে। এর রয়েছে বিশাল সংখ্যক গবেষক, ইন্জিনিয়ার যারা প্রতিনিয়ত এর টায়ারের কোয়ালিটি উন্নতমানের ব্যাপারে সচেষ্ট। এই কোম্পানিটি অন্য কোম্পানির চেয়ে তুলনামূলক
কম দামেই গ্রাহককে কোয়ালিটি টায়ার দেওয়ার চেষ্টা করে থাকে।
CEAT
CEAT (Cavi Elettrici e Affini Torino) Ltd ইন্ডিয়ার সর্ববৃহৎ টায়ার ম্যানুফ্যাকচারারদের একটি। যদিও এই কোম্পানির অরিজিন ইতালিতে, তবে এখন তারা তাদের ফোকাস ভারতের দিকে নিয়ে এসেছে। এর বেশীর ভাগ টায়ার এখন প্রস্তুত হয় মুম্বাইতে। কোম্পানিটির হেডকোয়ার্টারও তাই এখানেই। বর্তমানে এই ব্র্যান্ডটি প্রতি বছরে প্রায় ১.৫মিলিয়ন টায়ার ১১০টিরও বেশী দেশে এক্সপোর্ট করে থাকে। বিভিন্ন জাপানিজ, ইন্ডিয়ান এবং চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ডগুলি তাদের বাইকে CEAT টায়ার ব্যবহার করে থাকে। বাংলাদেশের বাজারকে আরও নিজেদের করায়ত্ত করতে তারা AKKHAN LTD এর সাথে যৌথভাবে ৪২৪ কোটি টাকা বিনিয়োগ করেছে। বর্তমানে আমাদের দেশে তাদের ৪টি রিজিওনাল অফিস আছে।
MTF
MTF Tyre হলো
বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি টায়ার ব্রান্ড যা বাংলাদেশের স্বনামধন্য মেঘনা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। MTF Tyre এর সুপার গ্রিপ, অসাধারন কর্নারিং এবং স্পেশালাইজড হাইওয়ে ডিজাইনের মত বৈশিষ্ঠ্য এমটিএফ টায়ারকে অন্যান্য ব্রান্ড থেকে আলাদা করেছে। MTF Tyre স্বল্প খরচে দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা দিয়ে থাকে সাথে সবসময়ই বাংলাদেশের কঠিন থেকে কঠিনতর পথে যে কোন আবহাওয়ায় স্মুদ রাইডিং এর অভিজ্ঞতা দিয়ে থাকে যার কারনে MTF Tyre এর ব্যবহারকারীরা যে কোন পথের অবস্থায় খুব সহজেই রাইডিং এর সিদ্ধান্ত নিতে পারেন।
Timsun
Timsun Rubber Tire (Weihai) Co. Ltd. একটি জাপানিজ টায়ার ম্যানুফ্যাকচারার। এই কোম্পানিটি স্বল্পসময়ের মধ্যেই কোয়ালিটি পারফরম্যান্স টায়ার প্রস্তুতকারক হিসেবে পরিচিতি লাভ করেছে। এই ব্র্যান্ডের টায়ার গুলোর প্যাটার্ন একটু আলাদা এবং আকর্ষণীয়। এইটায়ার কোম্পানিটি JIS (Japan), DOT (US), E4 এর মত মেজর সার্টিফিকেশনগুলো পেয়েছে। এখন তারা বিভিন্ন স্পোর্টস বাইকের জন্য ইউনিক টায়ার উৎপাদনে বেশি মনযোগ দিয়েছে। এই ব্র্যান্ডের টায়ারের চাহিদা বাংলাদেশের বাজারেও খুব দ্রুত বাড়ছে।
Pirelli
Pirelli বিশ্বের অন্যতম বৃহত্তম টায়ার প্রস্তুতকারক। এটি বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম টায়ার ম্যানুফ্যাকচারার। এই ইতালিয়ান ব্র্যান্ডটির হেডকোয়ার্টার মিলানে অবস্থিত। মিলান ছাড়াও এর রোম এবং যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে ম্যানুফ্যাকচারিং ব্র্যাঞ্চ আছে। Pirelli টায়ারের ডিজাইন, ডিউরাবিলিটি এবং পারফরম্যান্সের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। এই ব্র্যান্ড রিসার্চ এবং ডেভেলপমেন্টে ব্যাপক বিনিয়োগ করে। ফলস্বরূপ, ভেজা এবং শুকনো রাস্তাতেও Pirelli এর টায়ারগুলো ভালো পারফর্ম করে। এই কোম্পানির বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন বাইকের জন্য টায়ার রয়েছে। স্পোর্টস সেগমেন্টের বাইকারদের কাছে Pirelli টায়ারের একটি খ্যাতি রয়েছে। Aston Martin, Ferrari এবং Lamborghini Pirelli টায়ার ব্যবহার করে।
Michelin
Michelin একটি ফ্রেঞ্চ টায়ার ম্যানুফাকচারার। এটি ১৮৮৯ সালে Michelin ভাইয়েরা প্রতিষ্ঠা করে. Michelin এর টায়ারগুলো বিশ্বের বড় বড় রেসিং ইভেন্ট গুলো যেমন: MOTOGP, Formula One ইত্যাদিতে ব্যবহার করা হয়। এই ব্র্যান্ডটি সবচেয়ে ভালো পারফরম্যান্স টায়ার প্রস্তুতকারক হিসেবে পরিচিত। এই ব্র্যান্ডের টায়ারগুলো যে কোন রাস্তায় ভালো গ্রিপ দিতে সক্ষম। এরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলী টায়ার তৈরি করে থাকে। হাইস্পিড এবং ব্রেকিংয়ের ভালো কম্বিনেশনের কারণে Michelin এর টায়ারগুলো বাইকারদের কাছে প্রিয়। এই কোম্পানিটি এরোপ্লেন, স্পেসশাটল এবং এয়ারক্রাফটের জন্যেও টায়ার তৈরি করে থাকে। তাদের টায়ারের কোয়ালিটির জন্যেই তারা প্রায় ১৩০ বছর ধরে টায়ার ইন্ডাস্ট্রিতে শক্ত পজিশনে আছে।
Tourino
Tourino-ই বাংলাদেশে সর্ব প্রথম টিউবলেস টায়ার ম্যানুফ্যাকচার করে। এই কোম্পানিটি ১৯৯৬ সালে প্রথম তাদের যাত্রা শুরু করে। টিউব, টিউব টায়ার,টিউবলেস টায়ার, অফ-রোড, স্পোর্টস বাইক, স্কুটার এবং কমিউটার মোটরসাইকেলের টায়ার থেকে শুরু করে সকল ধরনের টায়ারই Tourino তৈরী করে থাকে। বর্তমানে এর ২৯টি প্যাটার্নের ২৪টি সাইজের টায়ার আছে। সবকিছু বিবেচনায় নিয়ে Tourinoকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টায়ার বললেও ভুল হবে না।
Gazi
Gazi Tyre গাজী গ্রুপের অন্যতম অংশ। গাজী গ্রুপ ১৯৭৪ সালে তাদের যাত্রা শুরু করে। এই গ্রুপটি বাংলাদেশের রাবার এবং প্লাস্টিক সেক্টরে অন্যতম বিজনেস হাউজ। যদিও বাংলাদেশে টায়ার উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন: কার্বন, রাবার, তন্তু যথেষ্ট পরিমাণে নেই তবুও সাম্প্রতিক সময়ে দেশের টায়ার ইন্ডাস্ট্রি আকারে বড় হচ্ছে। গাজী টায়ারের মতো দেশীয় কোম্পানি গুলো টায়ার ইমপোর্টের পরিমাণ কমিয়ে আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Total view: 6610