হেলমেটের ভাইজর কীভাবে নিজেই পরিস্কার করবেন

ভাইজর বা সামনের স্বচ্ছ প্লাস্টিক হেলমেটের অন্যতম গুরুত্বপূর্ন অংশ। এটা তীব্র বাতাস থেকে আপনার চোখকে রক্ষা করে। অতি ব্যবহারে বা ভুলভাবে পরিস্কার করার কারনে এবং বিভিন্ন কারনে ঘষা লেগে এটি ক্ষতিগ্রস্থ হয়। ঘষা লাগা ভাইজর দিয়ে দেখতে যেমন কষ্ট হয় তেমনি রাতে বাইক চালাতে কষ্ট হয় বিশেষকরে সামনে থেকে আসা গাড়ীর আলো ভাইজরের ঘষা জায়গাগুলোতে এমনভাবে ছড়িয়ে যায় যে সামনে কিছু দেখাই যায় না। যা মারত্বক দুর্ঘটনার দিকে আপনাকে ঠেলে দিতে পারে। অন্যদিকে এই ঘষা লাগা ভাইজর দিয়ে যদি আপনি ভাবেন যে ভাইজর উপরে তুলে রাইড করবেন সেক্ষেত্রে শীতকালে আপনাকে পড়তে হবে বাড়তি বিড়ম্বনায় কারন শীতকালে ভাইজর উপরে তুলে রাইড করা কোন ভাবেই সম্ভব নয়।
আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপানাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কীভাবে আপনি আপনার হেলমেটের ভাইজর পরিস্কার করবেন। আশা করি যারা হেলমেট এর ভাইজর কীভাবে পরিস্কার করবেন সেটা নিয়ে দ্বিধার মধ্যে আছেন তারা সে বিষয় থেকে পরিত্রাণ পাবেন।
ভাইজর পরিস্কার করার সময় যেই কাজ গুলো করবেন না
সুতি বা আরো রুক্ষ কাপড় এবং ময়লা কাপড় ব্যবহার করে ভাইজর মুছবেন না বা পরিস্কার করবেন না।
কোন ময়লাই ঘষে তুলতে যাবেন না। দাগ পড়ে যাবে।
পেট্রোলিয়াম জাতীয় জিনিস যেমন পেট্রোল, কেরোসিন, ইঞ্জিন অয়েল এর মত অন্য কোন তেল ইত্যাদি ব্যবহার করবেন না, এবং ফার্নিচার/গ্লাস ক্লিনার যেমন মি: ব্রাশো জাতীয় ক্লিনার ব্যবহার করবেন না।
ভাইজর পরিস্কার করার সময় যেই কাজ গুলো করবেন
তেল জাতীয় জিনিস বা ময়লার পরিমান বেশি মনে হলে কম ক্ষারযুক্ত শ্যাম্পু যেমন বাচ্চাদের ব্যবহৃত শ্যাম্পু দিয়ে কিছুক্ষন ভিজিয়ে রেখে নরম টিস্যু দিয়ে আলতো ভাবে মুছে ফেলতে পারেন।
যে সকল জটিল জায়গাতে টিস্যু দিয়ে মোছা সম্ভব হয় না সেখানে নরম কটন বাড ব্যবহার করতে পারেন।
অনেক ভাইজর দুপাশে স্ক্রু দিয়ে লাগানো থাকে। চাইলে সেটি খুলে নিয়ে পরিস্কার পানি দিয়ে ভিজিয়ে রেখে নরম টিস্যু দিয়ে আলতো ভাবে মুছে ফেলতে পারেন।
কিছু পরামর্শ
হেলমেটের ভাইজর মোছার জন্য সীটের নীচে বা টুলব্রক্সে প্যাকেটে করে কিছু নরম টিস্যু রেখে দিতে পারেন।
লুকিং গ্লাসে হেলমেট রাখবেন না, পড়ে গিয়ে সাধারনত রং নষ্ট করে আর সবচেয়ে বেশি ক্ষতি করে ভাইজরের।
ভাইজরে বেশি দাগ পড়ে গেলে বদলে নেয়াই নিরাপদ।
এদিকে বৃস্টির দিনে আমাদের ভাইজরগুলো বেশি অপরিস্কার হয় কারন বৃস্টির দিনে রাইড করলে রাস্তার কাদা বালি ইত্যাদি ছিটকে এসে সামনের ভাইজরে জমা হয় যেটা শুকালে অনেকটা ভালোভাবে বুঝা যায়। তাই বৃস্টির দিনে ভাইজর পরিস্কার করার জন্য নিতে হবে বারতি সতর্কতা।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আপনাদের হেলমেটের ভাইজর কীভাবে পরিস্কার করবেন এবং কীভাবে পরিস্কার রাখলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।