লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা ও অসুবিধা

2021-08-31

লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা ও অসুবিধা


Lithium-ion batteries-1630394742.jpg
লিথিয়াম-আয়ন ব্যাটারি (LIBs) আজকাল অবিশ্বাস্য ভাবে জনপ্রিয়। আজ, লিথিয়াম-আয়ন ব্যাটারী সবচেয়ে সফল এবং নিরাপদ ব্যাটারিকে মিস্ট্রি গুলির মধ্যে একটি। প্রতি বছর এই ধরনের ব্যাটারীর প্রায় দুই বিলিয়ন কোষ উৎপন্ন হয়। এগুলি সবচেয়ে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি গুলির মধ্যে একটি। জনপ্রিয় কারণ প্রতিযোগিতা মূলক প্রযুক্তির তুলনায় লিথিয়াম-আয়ন ব্যাটারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে:
লিথিয়াম আয়ন ব্যাটারি তড়িত্দ্বারের ক্ষয়ের জন্য কোনও রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভরশীল নয়। বরং ক্যাথোড ও অ্যানোডের মাঝে লিথিয়াম-এর আয়নের প্রবাহের উপর নির্ভরশীল। এটাই লিথিয়াম আয়ন ব্যাটারির সবচেয়ে বড়ো সুবিধা। তাছাড়া দ্রুত চার্জ নেওয়া, তুলনা মূলক ভাবে ঠান্ডা থাকা, ওজন কম হওয়াও এই ব্যাটারির জনপ্রিয়তার অন্যতম কারণ।
প্রায় ২৮ বছর আগে প্রথম বাজারে আসে লিথিয়াম আয়ন ব্যাটারি। সেই সময় থেকে ক্রমশই জনপ্রিয়তা পেয়েছে ছোট আকারের হালকা ওজনের লিথিয়াম আয়ন ব্যাটারি। শুধু তাই নয়, যতদিন যাচ্ছে ব্যাটারি চালিত গাড়ির দিকে ঝুঁকতে চাইছে বিশ্ব। আর সে ক্ষেত্রেও সহায়ক লিথিয়াম আয়ন ব্যাটারি। তাই মানব সমাজের ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারির গুরুত্ব যে অপরিসীম, তা বলাই বাহুল্য।

সুবিধা সমূহ;
১. লিথিয়াম আয়ন ব্যাটারী অধিক ঘনত্ব সম্পূর্ণ
২. ওজন হালকা বলে সহজে বহন যোগ্য.
৩. অন্য যে কোনো রিচজর্জেবল ব্যাটারী তুলনায় অধিক ভোল্টেজ তৈরি করে
৪। ইহাতে কোন ক্ষতিকর তরল ব্যবহৃত হয় না বলে দুর্ঘটনার কোন আশংকা নেই
৫। অতি দ্রুত চার্জ হয় তাই ইলেক্ট্রিক বিল কম আসে।
৬। একই আকারের অন্যান্য ধরনের রিচার্জেবল ব্যাটারী তুলনায় অনেক হালকা।
৭। লিথিয়াম-আয়ন ব্যাটারি দীর্ঘ সময় ধরে তাদের চার্জ ধরে রাখে এবং প্রতি মাসে তার চার্জের মাত্র ৫ শতাংশ হারায়, যার তুলনায় NiMH ব্যাটারির জন্য প্রতি মাসে ২০ শতাংশ ক্ষতি হয়।

অসুবিধা সুমহঃ
১। অন্য সমতুল্য ব্যাটারী তুলনায় দাম বেশী
২, ব্যাটারী দীর্ঘদিন ব্যবহৃত না হলে তা আর স্বাভাবিক চার্জে ফিরে আসে না।
৩। বড় ধরন আর চার্জ ক্ষরনে শর্টসার্কিট হতে পারে
৪। ব্যাটারিগুলা কারখানা ছেড়ে যাওয়ার সাথে সাথেই অবনতি শুরু করে। আমরা সেগুলি ব্যবহারকরি বা না করি সেগুলি উৎপাদনের তারিখ থেকে মাত্র দুই বা তিন বছর স্থায়ী হবে।
৫। এরা উচ্চ তাপমাত্রার প্রতি অত্যন্ত সংবেদনশীল। তাপের কারণে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাকগুলি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত হ্রাস পায়।

বাজার ব্যবহৃত বিভিন্ন লিথিয়াম-আয়নব্যাটারি -রেটিংঃ
ভোল্ট (Volt) এবং অ্যাম্পস (Amps): খুব বেশি বিভ্রান্তিকর বিশদে না গিয়ে চলুন সংক্ষেপে জেনে নিই, ভোল্টেজই বৈদ্যুতিক শক্তির প্রবাহকে (গতি) ধাক্কা দেয়, যখন অ্যাম্পসহ ফোর্সের পরিমাপ। সাধারণত, উচ্চতর ভোল্টেজের বৈদ্যুতিক বাইকগুলি দ্রুত চলে যায়, যখন উচ্চতর Amps এর জন্য ঘনগেজের তারের অথবা আরো শক্তিশালী এবং বৃহত্তর ব্যাটারি প্যাকের প্রয়োজন হয়।
ভোল্টেজ : ইলেকট্রন কত দ্রুত চলাচল করে, তা ভোল্টেজ উপর নির্ভর করে। একক ভোল্ট (VOLT)
অ্যাম্পস (Amps): ইলেকট্রন এর প্রবাহকে কারেন্ট বলে আর এর একক অ্যাম্পস (Amps)
ওয়াটস(watts): ভোল্ট এবং অ্যাম্পস এর সংমিশ্রণ (ভোল্ট*অ্যাম্পস = ওয়াট )watt= volt*amps

গাড়ির ব্যাটারিতে AH বলতে কী দাঁড়ায়?
ব্যাটারিতে উল্লিখিত 'AH' এর পূর্ণরূপ হল অ্যাম্পিয়ার-আওয়ার এবং এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অবিচ্ছিন্ন কারেন্ট প্রদানের ব্যাটারির ক্ষমতাকে বোঝায় (যা ক্লাস C12 ব্যাটারির জন্য ১২ ঘন্টা এবং ক্লাস C20 ব্যাটারির জন্য ২০ ঘন্টা)
সুতরাং কোন ব্যাটারিতে যদি লিখা থাকে যে।।
Motor rating : 250 watt watt= volt*amps
Voltage = 60 v ( 12*5)
Current rate : 55 Ah(Ah/backup time = current)
Backup time: 12 hrs
Batarry charging time : 4.5 hrs
Battary warranty : 3 years

উপর থেকে বলা যায়ে যে 12v এর 5 টি ব্যাটারি আসে মোট 60V, 55Ah গাড়ির ব্যাটারি মানে যদি 12 ঘন্টার ব্যাকআপ সময়ের জন্য 4.5A [55/12 = 4.5A] কারেন্ট প্রদান করার নিশ্চয়তা দেয় এবং এটি 250~270watt এর মোটরকে [4.5x60 = 270 watt] সর্বোচ্চ লোডের জন্য 12 ঘন্টা ব্যাকআপ দিতে পারে। ব্যাটারির আয়ুস্কাল ৩ বছর।
উপর এর ব্যাটারি বডি হতে রেটিং গুলা দেখে আমরা আমাদের প্রয়োজন মত ব্যাটারি নির্বাচন করবো কম্মা পানিও রেটিং ভেদে দামও ভিন্ন হবে।

Bike Tips