Okhi 90 ইলেকট্রিক স্কুটার হল ভারতীয় কোম্পানী Okinawa-এর পন্য যা ভারতে ই-স্কুটারের বাজারের সর্বোচ্চ-গতির সেগমেন্টের প্রবর্তক। ই-স্কুটার বাজারের কম-গতির সেগমেন্টে এর আগে বেশ কয়েকটি কোম্পানির উপস্থিতি ছিল। কোম্পানি পক্ষ থেকে বলা হচ্ছে যে Okhi 90 ই-স্কুটারটি 200km পর্যন্ত রেঞ্জ সহ ভারতে 24 মার্চ, 2022-এ লঞ্চ হবে। Okhi 90 ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত সর্বোচ্চ গতি দিতে সক্ষম।
ওকিনাওয়ার সহ-প্রতিষ্ঠাতা, জিতেন্দর শর্মা একটি সাক্ষাত্কারে Okhi 90 ই-স্কুটার সম্পর্কে কিছু তথ্য এবং অন্যান্য মডেল, বিশেষ করে Okhi 100 রিলিজ করার জন্য কোম্পানির কিছু পরিকল্পনার বিষয়ে কিছু বিশেষ তথ্য দিয়েছেন। Okhi 90-এর রেঞ্জ সর্বোচ্চ ২০০ কিলোমিটার যা ওকিনাওয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। ওকিনাওয়ার সহ-প্রতিষ্ঠাতাও মনে করেন যে Okhi 90 ই-স্কুটার ভারতের বাজারের দৃশ্যপট পরিবর্তন করতে চলেছে কারণ ই-স্কুটারটি একটি অসাধারন বৈশিষ্ঠ্য সম্পন্ন মডেল হিসাবে নিয়ে আসা হয়েছে।
Okhi 90 এসব ফিচার ছাড়াও দ্রুত চার্জিংএর সুবিধাসহ আসবে, কারণ এই EV এর ব্যাটারি 4 ঘন্টার মধ্যে 80 শতাংশ পর্যন্ত চার্জ হবে। নতুন Okhi 90 ই-স্কুটারটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সংযুক্ত যানবাহন বৈশিষ্ট্যগুলির সাথেও নিয়ে আসা হবে যা ভারতে ই-স্কুটার বাজারে কোন ই-বাইকে এখনও দেখা যায়নি।
মূল্য এবং চার্জিং পরিকাঠামো অনুযায়ী, এই সমস্ত তথ্য যথেস্টই ভরসাযোগ্য যাইহোক, Okinawa Okhi 90 লঞ্চের কাউন্টডাউন যত ঘনিয়ে আসছে, মূল্যের তথ্য এবং বাইকের অন্যান্য ফিচারসমুহ আপনা আপনিই সামনে চলে আসবে বলে আশা করা যায়।
ভারতীয় বাজারে এই ই-বাইক যদি এই মার্চ থেকে এভেইলেবল হয় তবে আশা করা যায় যে চলতি বছরের মধ্যে বাংলাদেশের বাজারে ই-বাইকের চাহিদা বিবেচনায় বাংলাদেশেও Okinawa Okhi 90 পাওয়া যাবে তা আশা করাই যায়।