বাংলাদেশে এভেইলেবল ই বাইক ব্রান্ডসমুহ

2024-10-05

বাংলাদেশে এভেইলেবল ই বাইক ব্রান্ডসমুহ

E bike brands available in Bangladesh-1728126423.jpg

চলাচলের সুবিধার জন্য ই বাইকের চাহিদা এবং প্রয়োজনীয়তা দুটোই সমানভাবে বৃদ্ধি পাচ্ছে। মুলত আকারে ছোট, ওজন এবং ব্যালেন্সিং সহজ এবং সহজে রাইড করতে পারার কারনে সাধারন প্রয়োজনে বাইক ব্যবহারকারীদের কাছে ই বাইক দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। একইসাথে ই বাইকে মুল্য এবং সহজ মেইন্টেন্যান্স প্রায় সকল শ্রেনীর মানুষের নাগালের মধ্যেই সাথে নিত্যনতুন ই বাইক ব্রান্ডের নিত্যনতুন প্রযুক্তি এবং সার্ভিস নিয়ে হাজির হউয়াটাকে সাধারন বাইক প্রেমীরা খুব সহজভাবেই গ্রহন করেছে।

আগামীর দিনগুলি হবে ধোয়া এবং ফুয়েল চালিত যানবাহনমুক্ত সাথে শব্দের দুষনও কমে আসবে এমন লক্ষ্য নিয়েই যানবাহন প্রযুক্তিবিধরা কাজ করে যাচ্ছেন যার অন্যতম একটি ফলাফল হলো ব্যাটারীচালিত ই বাইক।

বাংলাদেশে খুব বেশি সময় হয়নি যখন থেকে ই বাইকের প্রচলন শুরু হয়েছে আর শুরুর পর থেকেই ই বাইকের প্রতি সকলের দুর্বলতা আর্থিক এবং পরিবেশগত বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট সবাই বেশ আশাবাদী।

বাংলাদেশে বর্তমানে ব্যবসা চলমান প্রায় ১০টি ব্রান্ড আছে আর নতুনভাবে ব্যবসায় আসার পরিকল্পনায় আছে আরও প্রায় ২০টিরও বেশি ব্রান্ড, বলা বাহুল্য যে এখনও চেনা জানা নামকরা ব্রান্ডগুলো তাদের ই বাইক বাংলাদেশের বাজারে নিয়ে কাজ শুরু করেনি তবে যে ব্রান্ডগুলো বর্তমানে বাজারে আছে তাদের অধিকাংশই তাদের ই বাইকসমুহের গুনমান এবং দামের সাথে মানের সমন্বয় দিয়ে ইতোমধ্যে ই বাইক পছন্দকারীদের মন জয় করেছে।

ই বাইক প্রেমীসহ সকল পর্যায়ের বাইক প্রেমীদের বাংলাদেশে ব্যবসা চলমান সকল ই বাইক ব্রান্ডের তালিকা সংক্ষিপ্ত বিবরনসহ নিম্নে উল্লেখ করা হলোঃ

Akij E Bike

বাংলাদেশে বহুল পরিচিত একটি নাম হলো Akij যা মুলত একটি গ্রুপ অফ কোম্পানী যেখানে একজন মানুষের প্রয়োজনীয় সকল ধরনের পন্য নিয়ে কাজ করতে দেখা যায়। মানুষের প্রতিদিনের প্রয়োজন নিয়ে গবেষনা করে সর্বোচ্চমানের পন্য পৌছে দেওয়ায় হলো Akij এর মত প্রতিষ্ঠানের কাজ। যাতায়াত মানুষের অঘোষিত মৌলিক প্রয়োজনের মধ্যে একটি যেখানে সেবা দেওয়ার জন্যে অনেক সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ব্যক্তি কাজ করলেও সবাই ব্যক্তিগত বাহনে যাতায়াতের চেয়ে আরামদায়ক বা স্বাচ্ছন্দ্য অন্য কোথায় পায় না। Akij কর্তৃপক্ষ মানুষের এই চাহিদা নিয়ে কাজ করতে স্বচেষ্ট হয়েই বর্তমানে ১০টি মডেলের ই বাইক বাজারজাত করছেন যার মধ্যে সাধারন স্কুটার থেকে শুরু করে স্পোর্টস এবং ইউনিক ক্রুজার ডিজাইনের ই বাইকও Akij এর পন্য তালিকায় রয়েছে সাথে আছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রয়োজন বিবেচনায় তিন চাকার ই বাইকও। মুল্য বিবেচনায় সর্বনিম্ন ৭৮,৫০০ টাকা থেকে শুরু করে ১,৭০,০০০ টাকা ই বাইক Akij এর পন্য তালিকায় রয়েছে।

Exploit E Bike

বাংলাদেশের আরেকটি স্বনামধন্য ই বাইক ব্রান্ড Exploit যা খুব সম্প্রতি বাংলাদেশের বাজারে আসলেও অল্প সময়ের মধ্যে বাংলাদেশের বাইক প্রেমীদের পরিচিতি লাভ করেছে। পন্য তালকায় বর্তমানে ১১টি মডেল থাকলেও সবগুলিই সাধারন বাইকারদের প্রয়োজন বিবেচনায় স্কুটার মডেলের ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে যেখানে ৫৮,০০০ হাজার টাকার সর্বনিম্ন দাম এবং সর্বোচ্চ দাম ১,১৫,০০০ টাকা এবং Exploit ই বাইকের সর্বমোট মডেল সংখ্যা ১১টি। ভিন্ন বয়স এবং সকলের আলাদা পছন্দের কথা বিবেচনায় Exploit এর ১১টি মডেলের মধ্যে ভিন্ন ধাচের স্পোর্টস বাইক এবং ছোট সাইজের সাইকেলের মডেলও ক্রেতাদের জন্যে তৈরি রাখে Exploit কর্তৃপক্ষ সাথে অনেকের চাহিদার কথা মাথায় রেখে তিন চাকার মডেলও উনাদের পন্য তালিকায় দেখা যায়।

Green Tiger E Bike

বাংলাদেশে ই বাইক মার্কেটের শুরু থেকে যে কয়েকটি ই বাইক ব্রান্ড বাংলাদেশে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে তার মধ্যে সবচেয়ে সুপরিচিত হলো Green Tiger. একইসাথে ই বাইক প্রেমীদের সবচেয়ে বড় একটি অংশের সবচেয়ে বেশি জানাশোনা নাম Green Tiger. শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের পন্য তালিকা এমনভাবে সাজিয়েছে যে কেউ চাইলেই নিজের প্রয়োজন বা চাহিদামত ই বাইক সহজেই Green Tiger এর পন্য তালিকা থেকে একজন ই বাইক নিতে পারবেন। সকলের সমানুপাতিক পছন্দের কথা চিন্তা করে বেশিরভাগ বাইকেই দেওয়া হয়েছে স্কুটার মডেল আর Green Tiger এর পন্য তালিকায় রয়েছে ২০টিরও অধিক মডেল যেখানে সর্বনিম্ন ৬৪,৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,৬০,০০০ টাকার ই বাইকও পাওয়া যায়। দীর্ঘসময় ধরে ব্যবসা করে আসার কারনে Green Tiger এর ই বাইকের পরিচিতি অন্যান্য যে কোন বাইকের অনেক বেশি। বলা বাহুল্য যে ই বাইক বলতে একটি শ্রেনী শুধুমাত্র Green Tiger এর নামই জানেন।

Takyon E Bike

ই বাইক মার্কেটে প্রিমিয়াম কোয়ালিটির ই বাইক সরবরাহ করে থাকে Takyon, যদিও খুব সম্প্রতি বাংলাদেশের বাজারে পদার্পন করেছে তারপরেও মান এবং দামের সাথে অসাধারন আউটলুকের সমন্বয় দিয়ে ই বাইক প্রেমীদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। অন্যান্য ব্রান্ড থেকে কিছুটা আলাদা Takyon এর মোট মডেল সংখ্যা ৩টি যার মধ্যে বিদ্যমান স্কুটার, সেমি স্কুটার এবং সাইকেল স্কুটি মডেল যা মুলত আলাদা আলাদা ব্যক্তির পছন্দ, প্রয়োজন এবং অভিরুচির কথা চিন্তা করেই ডিজাইন করা হয়েছে। Takyon ই বাইক পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ৪৯,৮৫০ টাকায় এবং সর্বোচ্চ ১,৪৫,৫৫০ টাকায়।

Yadea E Bike

প্রিমিয়াম কোয়ালিটির ই বাইক বাংলাদেশের ই বাইক ব্যবহারকারীদের কাছে সরবরাহকারী আরেকটি ই বাইক ব্রান্ড হলো Yadea. বলা বাহুল্য যে বাংলাদেশে Yadea নতুন একটি ই বাইক ব্রান্ড হলেও অসাধারন মান এবং প্রতিটি মডেলের দর্শনধারী ডিজাইন দিয়ে ই বাইক প্রেমীদের মন জয় করে নিয়েছে। বাংলাদেশে Yadea এর মোট মডেল সংখ্যা ৪টি যার মধ্যে ২টি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে আর বাকি দুইটি এখন আসন্ন তালিকায়।

Electric Bike News

TAILGs Low Cost  Pollution-Free Long Distance Assurance-1756717867.jpg
TAILGs Low Cost Pollution-Free Long-Distance Assurance
calender 2025-09-01

Electric bikes, or e-bikes, have gained global popularity as a solution to high fuel costs and harmful environmental pollution...

English Bangla
EV Pabna E-Bike Showroom Inaugurated in Pabna-1752904278.jpg
EV Pabna E-Bike Showroom Inaugurated in Pabna
calender 2025-07-19

On July 15, 2025, EV Pabna, the distributor of TAILG Bangladesh, started its journey in Pabna with a joyful moment, which is a...

English Bangla
Hasan  Co Inaugurates EBike Showroom in Natore-1752903734.jpg
Hasan & Co. Inaugurates E-Bike Showroom in Natore
calender 2025-07-19

On July 16, 2025, in a joyful event, TAILG Bangladesh's distributor Hasan & Co. officially began operations in Natore — a ra...

English Bangla
Best Budget E-Bikes in Bangladesh for Daily Use-1752488514.jpg
Best Budget E-Bikes in Bangladesh for Daily Use
calender 2025-07-14

Electric bikes (e-bikes) are becoming increasingly popular in Bangladesh due to rising fuel prices, traffic congestion, and gr...

English Bangla
Become a Distribution Partner of the TAILG Electric Motorcycle-1733827470.jpg
TAILG is Looking for Dealers Nationwide
calender 2024-12-10

World-renowned electric vehicle manufacturer TAILG has started its dealership recruitment process in Bangladesh. Now, you can ...

English Bangla