২৭৩ কিলোমিটার সর্বোচ্চ গতি সম্পন্ন ই বাইক

2022-01-15

২৭৩ কিলোমিটার সর্বোচ্চ গতি সম্পন্ন ই বাইক

E-bike-with-Top-Speed-of-273-KMPH-1642241350.jpg
সবকিছু মিলিয়ে যা বোঝা যাচ্ছে, বৈদ্যুতিক যানবাহন এবং বাইক হল পথের ভবিষ্যত এবং শেষপর্যন্ত সকলকেই প্রথাগত জ্বালানি চালিত বাহনের পরিবর্তে বিদ্যুতে চলা যানবাহন ব্যবহার করতে হবে৷ বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি, কার্যক্ষমতা, এবং ডিজাইনের ক্ষেত্রে যে অগ্রগতি এসেছে, তা সত্যিই সবাইকে অবাক করার মতো৷ কিন্তু তার ঠিক বীপরিত প্রান্তে দাঁড়িয়ে বৈদ্যুতিক মোটরসাইকেলের দুনিয়া৷ শক্তি বলুন কিংবা সর্বোচ্চ গতিসীমা, পেট্রোলচালিত মোটরসাইকেলের ধারেকাছে তাদের নিয়ে হিসাব নিকাশ জরা খুবই কঠিন৷ একইসাথে ইলেকট্রিক মোটরসাইকেল এক চার্জে কতদূর চলবে, সে নিয়ে উদ্বেগ আর চিন্তা তো সবার মধ্যেই আছে৷ তবে ড্যামন হাইপারফাইটার (Damon HyperFighter)-এর ক্ষেত্রে এগুলি প্রযোজ্য নয়৷

লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES)-এর ২০২২ সংস্করণে Damon HyperFighter লঞ্চ হয়েছে। যা কানাডার ইভি মেকার ড্যামন’র লেটেস্ট ইলেকট্রিক মোটরসাইকেল। বাজারে চলতি সাধারণ ব্যাটারিচালিত বাইকের সঙ্গে Damon HyperFighter-এর তুলনাই হয় না। নেকেড/স্ট্রিটফাইটার স্টাইল, পাওয়ার-প্যাকড পারফরম্যান্স, আধুনিক ফিচার এবং চোখধাঁধানো ডিজাইন যে কোনও প্রিমিয়াম পেট্রোল বাইককে খুব সহজেই লজ্জায় ফেলে দেবে।

ড্যামন ইলেকট্রিক বাইকের দুনিয়ায় যে সাড়া জাগাতে এসেছে, তার ইঙ্গিত মিলেছিল ২০২২ সালের CES ইভেন্টে। স্কল প্রকার বাইকের পারফরম্যান্স ছাড়িয়ে যাওয়ার খতিয়ান দিয়ে, চোখ ফেরানো দায় হয়ে যাবে এমন ডিজাইনের সঙ্গে হাইপারস্পোর্ট সুপারস্পোর্ট (Hypersport Supersport) ইলেকট্রিক মোটরসাইকেল প্রদর্শন করেছিল কোম্পানীটি। CES-এর তরফে বাইকটিকে ইনোভেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়। দু’বছর পর হাইপারস্পোর্ট যখন উৎপাদনের দোরগোড়ায়, তখনই তার উপর ভিত্তি করে তৈরি হাইপারফাইটার লঞ্চ করে রীতিমত বাইক জগতকে চমকে দিল ড্যামন।

পরিবেশে একবিন্দু ক্ষতিকর গ্যাস নির্গমন না করেই যারা বাইক জোরে ছুটিয়ে অ্যাড্রিনালিন রাশ উপভোগ করতে চান, তাদের জন্যই Damon HyperFighter হলো সবচেয়ে কাঙ্ক্ষিত। পরিবেশবান্ধব হাই-পারফরম্যান্স ইলেকট্রিক স্পোর্টস বাইকটি তিনটি ভার্সনে লঞ্চ হয়েছে। যাদের সম্পর্কে নীচে বিস্তারিত পাওয়া যাবেঃ

ড্যামন হাইপারফাইটার স্পেসিফিকেশনস এবং ফিচার্স
ড্যামন হাইপারফাইটার-এর তিনটি ভার্শন রয়েছে – আনলিমিটেড ১৫ (Unlimited 15), আনলিমিটেড ২০ (Unlimited 20), এবং কলোসাস (Colossus)।
ড্যামন হাইপারফাইটার আনলিমিটেড ১৫ ভার্সনে ১৫ কিলোওয়াট শক্তির ব্যাটারি রয়েছে৷ ইলেকট্রিক মোটরের আউটপুট ১৫০ বিএইচপি। ব্যাটারি ফুল চার্জে ১৯৩ কিলোমিটার পাড়ি দিতে পারে৷ এবং সর্বোচ্চ গতি ঘন্টা প্রতি ২৪১ কিলোমিটার। আনলিমিটেড ২০ ভার্সনে আরও বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে৷ এর ২০ কিলোওয়াট ব্যাটারি একটানা ২৩৩ কিলোমিটার পর্যন্ত পথ চলতে সক্ষম। টপ স্পিড ২৭৩.৫ কিমি/ঘন্টার আশেপাশে। ৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগ ওঠে। কলোসাস ভার্সনেও ওই একই ড্রাইভট্রেন রয়েছে৷ বৈদ্যুতিক মোটরসাইকেলের স্পিড ও পারফরম্যান্স সম্পর্কে ইতিমধ্যেই নতুন ধারনা পেয়ে গেছেন আশা করি।

সবচেয়ে হাই-এন্ড ভার্সন হওয়ার সুবাদে কলোসাস-এ বাজারের সেরা সরঞ্জামগুলি ব্যবহার হয়েছে। এটি স্পোর্টি হুইল, সিঙ্গেল-সাইডেড সুইংআর্ম, ব্রেম্বো ব্রেক, এবং ওহলিন্স সাসপেনশন-সহ এসেছে। দুরন্ত গতিতে বাইক চালালে আরোহীর নিজের নিরাপত্তার দিকে বিশেষ খেয়াল রাখতে হয়, যাতে দূর্ঘটনা না ঘটে। সে জন্য ড্যামন হাইপারফাইটার কলোসাল বিভিন্ন রাডার, সেন্সর, এবং ক্যামেরা দিয়ে অসাধারনভাবে সজ্জিত। যেগুলি বিপদ বুঝলে আগেভাগেই রাইডারকে সতর্ক করবে।

ড্যামন হাইপারফাইটার দাম
ড্যামন হাইপারফাইটার’র আনলিমিটেড ১৫ ও আনলিমিটেড ২০ ভার্সনের মূল্য যথাক্রমে ১৯,০০০ ডলার (প্রায় ১৪.১২ লক্ষ) এবং ২৫,০০০ ডলার (১৮.৫৭ লক্ষ)। অন্য দিকে, কলোসাল’র দাম ৩৫,০০০ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬ লক্ষ টাকার বেশি। এখন আমেরিকায় গ্রাহকদের কাছ থেকে বাইকটির অর্ডার নেওয়া চলছে।

ড্যামন তাদের বিদ্যুৎচালিত মোটরসাইকেল নিয়ে কী ভারতে হাজির হবে? উত্তরটা হল ‘না’। কারণ ভারতে এই ধরনের বাইকের কোনও বাজার এখনও সৃষ্টি হয়নি। তবে সুদূর ভবিষ্যতের কথা বললে, সম্ভাবনা অবশ্যই উজ্জ্বল। যদি তা ভারতের বাজারে চলে বা নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশি বাইকিং কমিউনিটির জন্য সেটা অবশ্যই একটা ভাল সংবাদ অদুর অভবিষ্যতে বাংলাদেশেও এই বাইকটি পাওয়া তা আশা করাই যায়।

Electric Bike News

Popular e-bike brand Yadea is coming to Rajshahi-1706595535.jpg
Popular e-bike brand Yadea is coming to Rajshahi
calender 2024-01-30

Yadea e-bike cost 14 paisa per kilometer will be available in Rajshahi on February 1. World famous brand Yadea is going to lau...

English Bangla
Skoot introduced a new E Bike service at Rajshahi-1693200116.jpg
Skoot introduced a new E Bike service at Rajshahi
calender 2023-08-28

So far there is an opportunity to travel with electric three-wheeler vehicles on rent in the whole Rajshahi city and outside t...

English Bangla
Walton and Scoot agree to work together-1690089371.JPG
Walton and Scoot agree to work together
calender 2023-07-23

Idea Project's startup Scoot is moving ahead with its promise to produce eco-friendly and advanced technology e-bikes. Scoot a...

English Bangla
E bikes in a whole new level of demand all over the country-1690007276.JPG
E bikes in a whole new level of demand all over the country
calender 2023-07-22

The demand for e-bikes is seen to increase tremendously over time among most of the professionals and people who want to compl...

English Bangla
5000 Taka Discount on Green Tiger GT Pro in this Eid-1686639601.jpg
5000 Taka Discount on Green Tiger GT Pro in this Eid
calender 2023-06-13

One of the most popular e-bikes of the time and one of the best brands of e-bikes in the Bangladeshi market is Green Tiger. Gr...

English Bangla

Related Motorcycles


No bike found