সাজেকের পথে পথে || কংলাক পাহাড়, সাজেক || পর্ব ০৩ |
Description X
পরিবর্তীত সাজেকের কংলাক হারাচ্ছে তার প্রাকৃতিক সৌন্দর্য। কটেজ, খাবারের দোকান তৈরী করতে কাটা হচ্ছে গাছ, উজার করা হচ্ছে বনায়ন। যার ফলে প্রকৃতির ভারসাম্য ক্ষুন্ন হচ্ছে। যারা প্রকৃতি উপভোগ করে মজা পান তারা হয়তো আর কয়েকটা বছর পর গিয়ে কটেজ, খাবার দোকান আর মানুষ ছাড়া কিছুই দেখতে পারবেন না।
|