BOM Bikers এর ইফতার মাহফিল এবং কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা। |
![]() Description X
আসসালামু আলাইকুম।
Bikers Of Mymensingh (BOM Bikers) এর ভাই ব্রাদাররা ঘাটাইল এসে আমাদের Ghatail Riderz Club-GRC টিমকে নিমন্ত্রণ করে যান। তাদের নিমন্ত্রণ রক্ষার্থে আমরা সকলেই ময়মনসিংহ যাই। তার আগে কৃষি বিশ্ববিদ্যালয়টা আমরা একটু ঘুরে দেখি। সব মিলিয়ে সময়টা ভাল গিয়েছিল। |