বান্দরবন টু নীলগিরি,থানচি,ডিমপাহারের পথে বাইক নিয়ে ভ্রমণ

বান্দরবন টু নীলগিরি,থানচি,ডিমপাহারের পথে বাইক নিয়ে ভ্রমণ

Description X
২০১৫ ইং সালে বিডি মটরসাইকিলিষ্ট এর সাথে টুর করার পর দ্বিতীয় বারের মত আবারও পাহাড়ি রাস্তায় রাইড করার সুযোগ আল্লাহ পাক দান করেন।
এবার আমার সফর সঙ্গী হয় পাহাড়ি রাস্তায় সম্পূর্ন নতুন কয়েকজন রাইডার।যারা সবাই আমার খুব প্রিয় মানুষ। আমার সফর সঙ্গী হবার জন্য বাংলার আরেক প্রান্ত পঞ্চগড় থেকে ছুটে আসেন রেজাউল করিম রাজু ভাই।আরও বেশ কয়েকজন কাছের ছোট ভাইও সফর সঙ্গী হয়।আমরা খাগরাছরি,রাঙ্গামাটি,কাপ্তাই হয়ে বান্দরবান চলে আসি।এরপর শুরু হয় আমাদের মূল হিল ট্র্যাক রাইড।ধীরে ধীরে আমরা শতর্কতার সাথে আগাতে থাকি নীলগিরি,থানচি,ডিমপাহাড়,আলিকদম হয়ে কক্সবাজারের দিকে। পাহাড়ী আঁকাবাঁকা সবুজে ঘেরা রাস্তাটা ছিল খুবই উপভোগ্য। যদি এই রাস্তায় কেও না গিয়ে থাকেন তবে বলব আপনি বাংলাদেশ দেখেননি,তাহলে আপনি প্রকৃতির আসল রূপ লাবন্য কাকে বলে তা বুঝেননি। সময় পেলেই ঘুরে আসুন বন্ধুদের নিয়ে,পরিবার নিয়ে।সত্যি বলছি খরচের টাকা উসুল হয়ে যাবে।
1198 views 0 0 COMMENT

মন্তব্য করতে লগইন
মন্তব্য

Up next
মন্তব্য

মন্তব্য করতে লগইন