সবুজের মহা সমুদ্র রাবার বাগান,সন্তোষপুর,মধুপুর।

সবুজের মহা সমুদ্র রাবার বাগান,সন্তোষপুর,মধুপুর।

Description X
অসম্ভব সুন্দর পরিবেশ দিয়ে ঘেড়া এই রাবার বাগান। পাশেই পাবেন মধুপুরের বিখ্যাত আনারস বাগান নিজ চোখে দেখার সুযোগ। সেই সাথে মন চাইলে আনারস খেতেও পারবেন, কিনে নিয়ে যেতেও পারবেন। বন বিভাগের অনুমতি নিয়ে রাবার গাছের কশ থেকে কিভাবে রাবার উৎপন্ন করা হয় তাও দেখতে পারবেন।
কিভাবে যাবেনঃ
মধুপুর বাসস্টপ পার হয়ে সোজা ময়মনসিংহ হাইওয়ে ধরে চলে যাবেন কাকরাইদ রজার।সেখান থেকে হাতের ডানের রাস্তায় সোজা চলে যেতে হবে সন্তোষপুর।যে কাউকেে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে রাবার বাগান।
1818 views 0 0 COMMENT

মন্তব্য করতে লগইন
মন্তব্য

Up next
মন্তব্য

মন্তব্য করতে লগইন