logo
পালসার স্টান্টম্যানিয়া - গ্র্যান্ড ফিনালে


পালসার স্টান্টম্যানিয়া - গ্র্যান্ড ফিনালে

জাকজমকপূর্ন গ্রান্ড ফিনালের মাধ্যমে শেষ পর্দা পড়লো বাংলাদেশে প্রথম বারের মত শুরু হওয়া বাইক স্টান্ট ভিত্তিক রিয়্যালিটি শো পালসার স্টান্টম্যানিয়া’র। গত ৮ই নভেম্বর, উত্তরা মোটরস এবং বাজাজ নিবেদিত এই রোমাঞ্চকর শো এর গ্র্যান্ড ফিনালে গালা অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের হল অব ফেম-এ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক।

“হয়ে যাও আগামীর স্টান্ট সুপারস্টার” এই স্লোগান নিয়ে গত ২৩ই আগষ্ট শুরু হওয়া এই শোটি মোটরসাইকেল চালানোতে যারা খুবই আগ্রহী এবং স্টান্ট এর প্রতি যাদের বিশেষ আকর্ষন তাদেরকে একজন পেশাদার বাইকারের তত্ত্বাবধানে স্টান্ট পারফর্ম এবং আরো দক্ষতা বাড়ানোর সুযোগ করে দেয়। পালসার বাংলাদেশের ফেসবুক পেজে ৮০০০ প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন আয় শোতে অংশগ্রহনের উদ্দেশ্যে। তাদের মধ্যে থেকে ১০০ জন প্রতিযোগীকে বেছে নেয়া হয় অডিশন রাউন্ডের জন্য। সেখান থেকে ২৮ জন উঠে আসে দ্বিতীয় রাউন্ডের বুট ক্যম্পের জন্য। কন্টেস্ট্যান্টদের ভীষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে, ধাপে ধাপে এলিমিনেশনের পাশাপাশি পারফর্মেন্সের ভিত্তিতে এবং নাটকীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে, সেরা ৪ জন ফাইনালিস্ট নির্বাচিত হয়।

এনটিভির পর্দায় সম্প্রচারকৃত এয় শো বেশ জনপ্রিয়তা লাভ করে এবং গত ১লা নভেম্বর শেষ পারফর্ম্যান্স নিয়ে প্রচারিত হয় শো-টির মেগা ফিনালে এপিসোড। এই শো এর অন্যতম পার্টনার ভাইবারের মাধ্যমে দর্শকরা তাদের প্রিয় প্রতিযোগীকে ভোট করারও সুযোগ পেয়েছেন। ৮ ই নভেম্বর অনুষ্ঠিতব্য গালা রাউন্ডটি পালসার এর ডিজিটাল উইন্ডোগুলোতে এবং বায়োস্কপে –এ সরাসরি সম্প্রচারিত হয়। শুরু থেকে শেষ পর্যন্ত ১১ টি এপিসোডের মধ্যে দিয়ে, নিজের পারফর্ম্যান্স এবং জাজদের বিবেচনায় গ্রান্ড ফিনালেতে বাংলাদেশের প্রথম স্টান্ট সুপারস্টার হিসেবে ভূষিত করা হয় আব্দুল কাইউম নামক প্রতিযোগিকে। এই সুপারস্টার পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন ১০ লক্ষ টাকাসহ একটি ব্র্যান্ড নিউ বাজাজ পালসার এন এস ১৬০ এফ এই এবিএস বাইক, যেটি বাংলাদেশের বাজারে সদ্য এসেছে।

গত ২৩ই আগষ্ট থেকে পালসার স্টান্টম্যনিয়ার প্রতিটি এপিসোড এনটিভির পর্দায় প্রতি শুক্রবার রাত সোয়া ১১ টায় প্রাচারিত হয়েছে, সেই সাথে শোটির রেডিও পার্টনার হিসেবে ঢাকা এফ এম এবং সার্বিক তত্বাবধানে ছিল এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড।
Pulsar StuntMania News