logo
কিভাবে পালসার স্টান্ট ম্যানিয়া এর জন্য রেজিস্ট্রেশন করবেন?


কিভাবে পালসার স্টান্ট ম্যানিয়া এর জন্য রেজিস্ট্রেশন করবেন?

দেশের স্টান্ট লাভারদের দীর্ঘদিনের হতাশার সমাপ্তি ঘটানোর উদ্দেশ্যে পালসার স্টান্ট ম্যানিয়া এবার বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। যেকনো ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহারকারী এই কন্টেস্টে অংশ নিয়ে জিতে নিতে পারেন ১০ লক্ষ টাকা পুরস্কারের সাথে একটি পালসার এনএস ১৬০!

আংশগ্রহনকারী রেজিস্ট্রেশন করতে আথবা পালসার স্টান্ট ম্যানিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.pulsarstuntmania.com অথবা পালসার বাংলাদেশ এর অফিসিয়াল ফেইসবুক পেইজ। যেহেতু এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন আনলাইন ভিত্তিক তায় দুটি পর্যায়ে উক্ত প্রক্রিয়া সম্পন্ন হবে, দ্বিতীয় পর্যায়ে রয়েছে আরও দুটি ধাপ। নিম্নে বাইকারদের উদ্দেশ্যে পালসার স্টান্ট ম্যানিয়ার জন্য ফর্ম কিভাবে পূরন করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তা তুলে ধরা হল।

প্রথমত, যেকনো আংশগ্রহনকারী রেজিস্ট্রেশনের জন্য পালসার স্টান্ট ম্যানিয়ার ওয়েবসাইটে প্রবেশ করলেই একটি পরিচিতিমূলক পেজ সামনে চলে আসবে, ওয়েবসাইটের লিংক নিম্নে প্রদান করা হয়েছে। প্রথম পেজটি ওপেন হবার পর সেখানে নিজের নাম, জন্ম তারিখ, ই-মেইল, শহর, এবং ব্যাবহারকৃত মোটরসাইকেলের নাম প্রদান করে সাবমিট করতে হবে। এগুলো সাবমিশনের পর পুনরায় আরেকটি পেজ ওপেন হবে যেখানে থাকবে দুটি বিষয় সম্পন্ন করার নির্দেশিকা।

রেজিস্ট্রাশন সম্পন্ন করতে বাকি ধাপগুলো হচ্ছে,

প্রথম ধাপঃ
একটি ইন্ট্রো ভিডিও তাদের পাঠাতে হবে নিম্নক্ত প্রশ্ন দুটির আলোকে,
১। কেন তুমি স্টান্ট করতে পছন্দ করো?
২। পালসার স্টান্ট ম্যানিয়া বাংলাদেশ কেন তোমাকেই বেছে নিবে?

দ্বিতীয় ধাপঃ
এই প্রশ্ন দুটির উত্তর দিয়ে ইন্ট্রো ভিডিও পাঠিয়ে দিতে হবে পালসার স্টান্ট ম্যানিয়ার ফেইসবুক পেইজে সরাসরি মেসেজের মাধ্যমে অথবা ভাইবারে ০১৭০১২০৬১৭৮ নম্বরে। ( ভাইবারে পাঠানোর ক্ষেত্রে ০১৭০১২০৬১৭৮ উক্ত নম্বরটি অবশ্যই সেভ করে নিতে হবে)।

এছাড়া বিস্তারিত অন্য যেকোনো প্রয়োজনে বা জিজ্ঞাস্যে থাকলে ফেসবুক পেইজে নক করা যাবে বা কল করা যাবে ০৯৬৭৮৩৩৩৮৮৮ নম্বরে।


https://bangladesh.globalbajaj.com/en/stuntmania?fbclid=IwAR3w0rnUwRZr8xE6AdRwPVT--kkLi6kijV0ztozBdJRlEeoNFQe09xNXRp4
Pulsar StuntMania News