বৃষ্টির দিনে হেলমেট ভিজে গেলে করনীয় কি?
বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির দেখা মিলছে, এবং অনেকটা প্রস্তুতি ছাড়াই আমাদের এই আবহাওয়ার সম্মুখীন হতে হচ্ছে, তবে বাইক এবং হেলমেট ভিজে গেলে তা পুনরায় ওয়াশ করতে হয়, তা নাহলে এটি পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, আজকে আমরা আলোচনা করবো বৃষ্টির পানিতে হেলমেট ভিজে যাওয়ার ফলে এর পরবর্তীতে করনীয় কী? নিম্নে এই নিয়ে আলোচনা করা হলো।
• বৃষ্টির পানি বিভিন্ন ভাবেই আমাদের হেলমেটে চলে যেতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে “ভেন্টিলেশন” কারন এর ভিতরে যেই বাতাস প্রবাহের জন্য যেই জায়গা আছে তার মধ্যে দিয়ে পানি খুব সহজেই প্রবেশ করতে পারে।
• পানি গিয়ে হেলমেট যদি ভিজে যায় তবে তা দীর্ঘসময় ব্যবহারের ফলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভবনা থাকে, এক্ষেত্রে আপনি চাইলে হেলমেট বাফ ব্যবহার করতে পারেন, এতে পানি সরাসরি আপনার মাথায় স্পর্শ করবে না।
• এ অবস্থায় হেলমেট এর ভেন্টিলেশন বন্ধ করে রাখলে পানি যাওয়ার সম্ভবনা কম থাকে।
• হেলমেট ভিজ যাওয়ার পরে এটি প্রথমে এর ভাইজর খুলে নিবেন, এরপরে তা পানি দিয়ে সম্পূর্ণ ধুয়ে নিবেন, পানি ব্যাতিত অন্য কোনকিছু দিয়ে ময়লা পরিস্কার করতে যাবেন না, এতে করে দাগ পরে যেতে পারে।
হেলমেট এর প্যাডিং খুলে তা পানি এবং শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখে পরে ধুয়ে নিবেন, এক্ষেত্রে কাপড় কাঁচার পাউডার ব্যাবহার করবেন না, এতে করে প্যাডিং এর কাপড় রুক্ষ হয়ে যেতে পারে।
• একটি বালতিতে পর্যাপ্ত পানি নিয়ে এর মধ্যে শ্যাম্পু দিয়ে প্যাডিং ভিজিয়ে রাখুন, এবং এটি বেশ কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখুন, এরপরে প্যাডিং অল্প করে চিপে নিয়ে তা পরিস্কার করুন, এই সময় বেশি জোরে চিপা যাবে না এতে প্যাডিং লুজ হয়ে যেতে পারে।
• পানি দিয়ে পরিস্কার করার পরে এটি রোদে শুকিয়ে নিন, এবং পুনরায় ব্যাবহার করুন।
• শুধু বৃষ্টিতে ভিজলেই না, একটি হেলমেট তার ব্যবহারের উপর ভিত্তি করে প্রতিনিয়ত ওয়াশ করা উচিত।
• ময়লা এবং দুর্গন্ধ যুক্ত হেলমেট ব্যবহারের ফলে মাথার ত্বকে বিভিন্ন ফাঙ্গাস জনিত সমস্যা দেয়া দিতে পারে।
এই ছিল আমাদের আজকের আলোচনা, আশা করি আপনাদের কাছে এটি ভালো লেগেছে।