হেলমেট কীভাবে পরিস্কার করবেন

2021-12-22

হেলমেট কীভাবে পরিস্কার করবেন


How-to-Clean-a-Helmet-1640169997.jpg
প্রতিটি মানুষের কিছু ব্যক্তিগত ব্যবহার্য্য জিনিস রয়েছে যেটি অন্যে ব্যবহার করেনা বা করাও উচিত নয় যেমন নিজের পোশাক বিশেষ করে আন্ডার গার্মেন্টস, রুমাল, তোয়ালে ইত্যাদি। তেমনি প্রতিটি বাইকারের জন্য হেলমেট হলো একান্তই তার নিজের ব্যবহারের জন্য। আর এ কারনেই হেলমেটের যত্ন নেয়াও উচিত সেভাবেই। অথচ আমরা হেলমেট কেনার পর থেকে নষ্ট হওয়া বা হারিয়ে যাবার পূর্ব পর্যন্ত একইভাবে ব্যবহার করে যাই। যা মোটেও স্বাস্থ্য সম্মত নয়। একই সাথে নিয়মিত হেলমেটের যত্নে হেলমেটের ভাইজরে(সামনের স্বচ্ছ প্লাস্টিক) দাগ পড়া বা ঘষা লাগা থেকে রক্ষা করে। ছোট ছোট কিছু নিয়ম মেনে চললেই হেলমেটের যত্ন নেয়া হয়।
আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কীভাবে আপনি আপনার হেলমেটের যত্ন নিবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

বাইরের অংশ
বাইরের খোলস(Shell) পরিস্কারের জন্য দুটি জিনিস খেয়াল রাখা দরকার। রং যেনো নষ্ট না হয় এবং হেলমেটের গ্রাফিক্স নষ্ট না হয়। বাইরের অংশটি পরিস্কার পানি দিয়ে ভিজিয়ে বা প্রয়োজনে বাচ্চাদের শ্যাম্পু দিয়ে ভিজিয়ে নরম কাপড় বা টিস্যু দিয়ে পরিস্কার করবেন। ঘষাঘষি করবেন না। বাইরের রং বা গ্রাফিক্স নষ্ট হয়ে যেতে পারে। কেরোসিন, পেট্রোল বা ফার্নিচার ক্লিনার ইত্যাদি দিয়ে মুছবেন না।

ভেতরের অংশ
হেলমেটের বাইরের শক্ত খোলসের ভেতরে মাথাকে সুরক্ষা ও আরামের জন্য নরম ফোম ও কাপড়ের তৈরী অংশ থাকে। কিছু হেলমেটের এই অংশগুলে খুলে ফেলা যায় আবার অনেক গুলো খোলা যায় না। খুলে ফেলা অংশ শ্যাম্পু বা হালকা ডিটারজেন্ট দিয়ে পরিস্কার করে ভালো করে রোদে শুকিয়ে নিতে পারেন। আর যে সকল হেলমেটে ভেতরের অংশ খোলা যায় না সেক্ষেত্রে পরিস্কার কাপড় পানিতে ভিজিয়ে চিপে শুধু ভেজা কাপড় দিয়ে ভেতরটা কয়েকবার মুছে ফেলতে হবে। এরপর রোদে শুকিয়ে নিতে হবে।

ভাইজরের যত্ন
ভাইজর বা সামনের স্বচ্ছ প্লাস্টিক হেলমেটের অন্যতম গুরুত্বপূর্ন অংশ। অতি ব্যবহারে বা ভুলভাবে পরিস্কার করার কারনে এবং বিভিন্ন কারনে ঘষা লেগে এটি ক্ষতিগ্রস্থ হয়।সুতি বা আরো রুক্ষ কাপড় এবং ময়লা কাপড় ব্যবহার করে ভাইজর মুছবেন না বা পরিস্কার করবেন না। অনেক ভাইজর দুপাশে স্ক্রু দিয়ে লাগানো থাকে। চাইলে সেটি খুলে নিয়ে পরিস্কার পানি দিয়ে ভিজিয়ে রেখে নরম টিস্যু দিয়ে আলতো ভাবে মুছে ফেলতে পারেন। কোন ময়লাই ঘষে তুলতে যাবেন না। দাগ পড়ে যাবে। তেল জাতীয় জিনিস বা ময়লার পরিমান বেশি মনে হলে কম ক্ষারযুক্ত শ্যাম্পু যেমন বাচ্চাদের ব্যবহৃত শ্যাম্পু দিয়ে কিছুক্ষন ভিজিয়ে রেখে নরম টিস্যু দিয়ে আলতো ভাবে মুছে ফেলতে পারেন। যে সকল জটিল জায়গাতে টিস্যু দিয়ে মোছা সম্ভব হয় না সেখানে নরম কটন বাড ব্যবহার করতে পারেন।লুকিং গ্লাসে হেলমেট রাখবেন না, পড়ে গিয়ে সাধারনত রং নষ্ট করে আর সবচেয়ে বেশি ক্ষতি করে ভাইজরের।

এই ছিলো আমাদের আজকের আলোচ্য বিষয় কীভাবে আপনি আপনার হেলমেট পরিস্কার করবেন।
Rate This Tips

Is this tips helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Helmet Tips

কিভাবে আসল নকল হেলমেট চিনবেন
2024-10-01

একটি বাইকের সাথে আনুসাঙ্গিক অন্যান্য জিনিসের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেলমেট, এটি শুধু আমাদে...

Bangla English
বৃষ্টির দিনে হেলমেট ভিজে গেলে করনীয় কি?
2024-05-29

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির দেখা মিলছে, এবং অনেকটা প্রস্তুতি ছাড়াই আমাদের এই আবহাওয়ার সম্মুখীন হতে হ...

Bangla English
হেলমেট কমিউনিকেটর এর ব্যবহার
2023-01-24

সবচেয়ে জনপ্রিয় হেলমেট accessories এর মধ্যে একটি হল কমিউনিকেটর, বর্তমানে অনেকেই তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে ...

Bangla English
শীতকালে পিনলক ভাইজরের প্রয়োজনীয়তা
2022-12-19

শীতকালে যেকোনো পরিস্থিতিতে বাইক চালানোর প্রয়োজন হয়ে থাকে, আমাদের দেশে সকালে এবং রাতে বেশির ভাগ সময় কুয়াশায় আচ্...

Bangla English
হেলমেট ও বাফ ব্যবহারের কিছু নিয়ম
2022-11-08

হেলমেট একজন বাইকারের জন্য নিত্যপ্রয়োজনীয় বস্তু, এটি আমাদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার প্রধান সেইফটি গেয়ার, ...

Bangla English